ভেজা চুল

শ্যাম্পু ব্যবহারের সঠিক নিয়মগুলো

সুস্থ সুন্দর চুল পেতে আমরা কত কী না করে থাকি। বেশি হোক বা কম চুল নিয়ে চিন্তা সবারই আছে। চুলে নানা রকম প্যাক লাগাচ্ছি, নিয়মিত শ্যাম্পু করছি। যেন আমাদের চুল সুস্থ থাকে। কিন্তু শ্যাম্পু করার সঠিক নিয়ম না জেনে চুলের মারাত্মক ক্ষতি করে ফেলছি..। সপ্তাহে দুই থেকে তিন দিন সাধারণত শ্যাম্পু করা হয়। কিন্তু আপনি কতটা সচেতন এই ব্যাপারে? ভুল করার আগেই জেনে নিন কিছু টিপস। যা আপনার সাধের চুলগুলো রক্ষা করবে। স

বাই বলে থাকেন শ্যাম্পু করার আগে চুলে তেল দিতে। তাই আপনিও গাদা খানেক তেল দিয়ে নিলেন মাথায়। কিন্তু ময়লা চুলে তেল দিলেই বিপদ। এতে করে ময়লাগুলো চুলেই আটকে থাকে। আর ভালোভাবে শ্যাম্পু করতে গিয়ে ময়লার সঙ্গে সঙ্গে চুলও পড়ে বেশি। অনেকে চুল ভাল করে না ভিজিয়ে শ্যাম্পু করেন। এমনটা কখনো করবেন না। চুল ভালোভাবে ভিজিয়ে তারপর চুলে শ্যাম্পু লাগান। আর কমপক্ষে দুই বার শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

আবার অনেকে জানেন না শ্যাম্পু কিভাবে চুলে লাগাতে হয় তাই চুল ভেজানোর পর সরাসরি মাথার চুলে শ্যাম্পু ঢেলে নেন। কিন্তু শ্যাম্পু করার নিয়ম হচ্ছে মগে বা হাতের তালুতে শ্যাম্পু ও পানি এক সাথে মিশিয়ে তারপর চুলে লাগানো। শ্যাম্পু দিয়ে চুল জোরে ঘষছেন আর ভাবছেন ময়লা তাড়াতাড়ি উঠে যাবে? ভুল করছেন। কেননা, এতে চুল ঝরার হার বাড়ে। কারণ হালকা করে ম্যাসাজ করলেই ময়লা সহজে দূর হয়। এতে চুলের গোড়া ও ভাল থাকে।

চুল নরম ও শাইনিং করতে কন্ডিশনার ব্যবহার করছেন। কিন্তু ব্যবহারের সঠিক নিয়ম না জানলে বিপদ। অজ্ঞতা বশত অনেকেই চুলের গোড়ায় কন্ডিশনার লাগান অথচ কন্ডিশনার শুধু মাত্র চুলের আগায় লাগাতে হয়। গোড়ায় লাগালে গোড়া নরম হয়ে চুল উঠে আসে। শ্যাম্পু করার পর চুল ধুয়ে তোয়ালে দিয়ে বেশি জোরে ঘষবেন না। অনেকে আবার জোড়ে জোড়ে চুল ঝাড়েন এটাও ঠিক না। এতে করে চুল পরার সংখ্যা বাড়ে। আর এতে আপনার চুলের আগা ফেটে চুল নষ্ট হয়ে যেতে পারে।

আরেকটি ভুল আমরা অনেকেই করি। ভেজা চুল আঁচড়াই। এটিও খুব বড় ভুল। ভেজা চুল কোনভাবেই আঁচড়ানো উচিত না। এতে করে চুল উঠার সঙ্গে চুলের গোড়ারও ক্ষতি হয়। তাই শ্যাম্পু করার পর যথা সম্ভব ফ্যানের বাতাসে বা স্বাভাবিক বাতাসে চুল শুকিয়ে নিন। অনেকে গামছা বা তোয়ালে দিয়ে ভেজা চুল বেঁধে রাখেন। সুস্থ চুলের জন্য এমনটাও করা যাবে না। আর অবশ্যই হেয়ার ড্রায়ার কম ব্যবহার করবেন। সঠিক নিয়মে চুল ধুয়ে যত্ন নিলে আপনার চুল সুস্থ থাকবে, সুন্দর থাকবে।

শেয়ার করুন: