উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মদ্রিচ। ক্রিশ্চিয়ানো রোনালদো, মোহাম্মদ সালাহকে পিছনে ফেলে তিনি জিতে নিলেন বর্ষসেরার মুকুট। গতকাল বৃহস্পতিবার উয়েফার বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষনা করা হয়। রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বল পাওয়ার পর বিশ্বসেরা হয়েছেন তিনি।
তবে বাংলাদেশের গর্বের বিষয় হল- গতবারের মতো এবারও উয়েফা অ্যাওয়ার্ড গিভিং সিরেমোনির এর হোস্টিংয়ের দায়িত্বে ছিলেন বাংলাদেশী বংশোদ্ভোত ব্রিটিশ সাংবাদিক রেশমিন চৌধুরী। রেশমিনের জন্ম লন্ডনে বাঙালী মুসলিম পরিবারে। ইউনিভার্সিটি অফ বাথ থেকে ব্যাচেলর শেষ করে নিউজপেপার জার্নালিজম এর উপর ডিপ্লোমা করেন। বর্তমানে তিনি স্পোর্টস সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।
উল্লেখ্য, উয়েফার বর্ষসেরা পুরস্কারের মধ্যে তিনবার পেয়েছেন রোনালদো এবং দুইবার পেয়েছেন মেসি। পুরস্কার ঘোষনার আগে য়েফার পক্ষ থেকে বর্ষসেরা পুরস্কারের জন্য ১০ জনের একটা প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুকা মদ্রিচ, মুহাম্মদ সালাহ, কেভিন ডি ব্রইন, আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে, এডেন হ্যাজার্ডের নাম থাকলেও ছিল না মেসির নাম।