কাবা শরিফ
কাবা শরিফ

প্রত্যেকটি আজানের আগে কাবায় চলে পরিচ্ছন্নতা অভিযান

মক্কার গ্রান্ড মসজিদের পবিত্র কাবা প্রত্যেকটি আজানের আগে জীবানুমুক্ত ও পরিস্কার করা হয়। সব শেষে বিশেষ সুগন্ধি ছড়িয়ে দেয়া হয় কাবার আশেপাশে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মসজিদের দায়িত্বে থাকা হাসান আল-জাওবিয়াহরি বলেন, প্রত্যেকটি আজানের আগে কাবার চার পাশ ও আল মুলতাহিম (কালো পাথর ও কাবার দরজার মধ্যবর্তী স্থান) পরিষ্কার করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় হিজর ইসরামাইল থেকে, এরপর কাবার চারপাশ পরিস্কার করা হয়। দুই ধাপে চলে চলে এ অভিযান: প্রথমে জীবানুমুক্ত করা হয় এরপর বিশেষ সুগন্ধি ছড়ানো হয়।

হাসান আল-জাওবিয়াহরি বলেন, ওই সুগন্ধিটি বিশেষভাবে কালোপাথরের জন্যই তৈরি করা হয়েছে। প্রত্যেক নামাজের আগে ১৫ মিনিট ধরে চলে পরিচ্ছন্নতা অভিযান।

কাবায় সবসময় মুসল্লিরা থাকেন। অনেকে তাওয়াফ কিংবা প্রার্থনা করতে আসেন। পরিচ্ছনতা অভিযান শুরুর আগে সবাইকে সরিয়ে নেয়া হয়।

হাসান আল-জাওবিয়াহরি আরও বলেন, গ্রান্ড মসজিদ পরিষ্কার করার এ প্রক্রিয়া পুরো দিন-রাত ধরেই চলে। সূত্র: সৌদি গেজেট

শেয়ার করুন: