জ্বর

ম্যালেরিয়া জ্বরে ওষুধবিহীন চিকিৎসা!

ম্যালেরিয়া জ্বরে ভেষজ চিকিৎসা প্রাচীনকাল থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ পর্যন্ত প্রায় ১৬০টি পরিবারের প্রায় ১২০০ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে। ম্যালেরিয়ার চিকিৎসার জন্য সিনকোনা, নিম, ধুতরা, হলুদ, চিরতা, তুলসী, রসুন, দারুচিনি ব্যবহৃত হয়ে আসছে।

সিনকোনা: এ গাছের ছাল ম্যালেরিয়া জ্বরে কার্যকর ভূমিকা রাখে। এ ছালের কুইনিন উপাদান ম্যালেরিয়া রোগের কার্যকর স্বীকৃত ওষুধ। নিম: ম্যালেরিয়া থেকে মুক্তি দেয়। নিম রক্তকে বিশুদ্ধ করে। নিমের নির্যাস ম্যালেরিয়া রোগীকে তিন-চার চা চামচ ও শিশুকে এক-দুই চা চামচ প্রতিদিন দুই বেলা করে খাবার পর ১৫ দিন সেবন করানো হয়।

ধুতরা: এর পাতা ম্যালেরিয়ার বিরুদ্ধে কার্যকর ভেষজ। ধুতরা পাতার সঙ্গে গুড় যুক্ত করে খাওয়া যাবে। হলুদ: এ ভেষজটি ম্যালেরিয়াবিরোধী উপাদান কারকিউমিনে সমৃদ্ধ।

চিরতা: ম্যালেরিয়া উপসর্গ নিরাময়ে চিরতা কাজ করে। এটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ২৫০ মিলি পানিতে ১৫ গ্রাম চিরতা পাইডার মিশিয়ে নিতে হবে। তুলসী: তুলসী ম্যালেরিয়াবিরোধী উপাদানসমৃদ্ধ স্বীকৃত ভেষজ।

রসুন: রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়। রসুন ম্যালেরিয়া রোগ উপশম করতে খুব ভালো কাজ করে। দারুচিনি: এক চা চামচ দারুচিনির গুঁড়া এক গ্লাস পানিতে ফুটিয়ে সামান্য পুদিনা পাতার গুঁড়া ও মধু মিশিয়ে খাওয়াতে হবে।ডা. আলমগীর মতি, হারবাল গবেষক ও চিকিৎসক, মর্ডান হারবাল গ্রুপ।

শেয়ার করুন: