কোরবানি

যে ১০টি কারণে যুবরাজের দাম ১০ কোটি টাকা

ভারতের এক পশু প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়ে আলোচনায় এসেছিল যুবরাজ নামে এক ষাঁড়। এই ষাঁড়টির মালিকহরিয়ানা রাজ্যের করমভির সিং। প্রায় ১৪০০ কেজির এ ষাঁড়টির মা (গাভী) প্রায় ২৫ লিটার করে দুধ দিত।

এক নজরে যুবরাজ- ১. এটি বিশ্বের সবচেয়ে দামি ষাঁড়। ২. ষাড়টির মালিক করমভির সিং নামের এক ব্যক্তি। ৩. ভারতের হরিয়ানার বংশোদ্ভূত ‘মুররাহ’ জাতের ষাড় এটি। ৪. ষাঁড়টির নাম রাখা হয়েছে ভারতীয় ক্রিকেটার যুবরাজের নামের সঙ্গে মিলিয়ে।

৫. ষাঁড়টি মিরাটস অল ইন্ডিয়া ক্যাটেল শো-২০১৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। ৬. ১৪০০ কেজির ষাঁড়টি উচ্চতায় ৫ ফুট ৯ ইঞ্জি এবং লম্বায় ১৮ ফুট। ৭. প্রতিদিন প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হত এটার পিছনে। ৮. শুধুমাত্র এই ষাঁড়ের বীর্য বিক্রি করে প্রতিবছর ৫০ লাখ টাকা আয় করেন মালিক। ৯. যুবরাজের প্রতিদিনের খাবার তালিকায় রয়েছে ২০ লিটার দুধ, ৫ কেজি আপেল আর ১৫ কেজি ভালো জাতের মাংস। ১০. প্রায় ১ লাখ ৫০ হাজারেরও বেশি বাছুরের জনক যুবরাজ।

শেয়ার করুন: