গরমে, ঘামে এবং বৃষ্টির কারণে চুল ভিজে অনেক সময়েই দুর্গন্ধ তৈরি করে। এছাড়া খুশকি, দূষণ, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ইনফেকশনের কারণেও চুলে দুর্গন্ধ হতে পারে। সমস্যাটিকে পাত্তা না দিলে আবার মাথায় চুলকানি এবং চুল পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন ঘরে বসেই এ সমস্যাটি সমাধানের কিছু উপায়-
১) অ্যালোভেরা ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরার উপকারিতা জানেন অনেকেই। অ্যালোভেরা এখন বেশ সহজলভ্য হয়ে পড়েছে। অনেকের বাড়িতেই দেখা যায় গাছটি। চুলের দুর্গন্ধ দূর করতে আগে চুল শ্যাম্পু করে নিন। চুল ধুয়ে মাথার তালু এবং চুলে অ্যালোভেরা জেল মাখিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তেলতেলে তালু বা খুশকির সমস্যার কারণে চুলে দুর্গন্ধ হলে তা দূর করবে অ্যালোভেরা। এছাড়া তা চুল কন্ডিশনের কাজটাও করবে।
২) পিঁয়াজের রস পিঁয়াজে রয়েছে সালফার, যা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস দূর করতে কার্যকরী, ফলে তা চুলের দুর্গন্ধ দূর করে। শুধু তাই নয়, পিঁয়াজ নতুন চুল গজাতেও সাহায্য করে। একটি পিঁয়াজ ৫-৬ টুকরো করে ব্লেন্ড করে নিন এবং এর রস বের করে নিন। তেলের মতো মাথার তালুতে মাসাজ করে নিন এই রস। আধা ঘণ্টা রেখে এরপর শ্যাম্পু করে ফেলুন।
৩) টমেটো জুস টমেটোতে থাকে ভিটামিন এবং আয়রন। টমেটোর জুস আপনার মাথার তালুর এসিডিটি বাড়ায়, ফলে মরে যায় ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস। এর পাশাপাশি খুশকি চলে যায় ও চুল ঝলমলে হয়। ২-৩টি টমেটো ব্লেন্ড করে জুস তৈরি করে নিন। শ্যাম্পু করে নিয়ে এরপর মাথার তালু এবং চুলে মেখে নিন এই জুস। ৫ মিনিট পর ভালো করে মাথা ধুয়ে নিন।
৪) টি ট্রি অয়েল টি ট্রি অয়েলের রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাগুণ। এ কারণে তা মাথা থেকে দুর্গন্ধ দূর করে। ৩-৪ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন এক মগ পানিতে। এরপর এই পানি মাথায় ঢেলে দিন। ৩০-৪০ মিনিট রেখে দিন। এরপর সালফেট-মুক্ত শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
৫) নীম তেল ভারতীয় উপমহাদেশে নীম তেলের সুখ্যাতি কম নয়। খুশকি এবং একজিমা কমাতে নীম তেল খুবই কার্যকরী। নারিকেল তেল বা অলিভ অয়েলের সাথে ১০-২০ শতাংশ নীম তেল মিশিয়ে নিন। এরপর তা মাথায় মাসাজ করুন নিয়মিত। ইচ্ছে হলে আপনার শ্যাম্পুর সাথেও কয়েক ফোঁটা নীম তেল মিশিয়ে রাখতে পারেন।
৬) লেবুর রস মাথার তালুর ইনফেকশন এবং খুশকি দূর করতে কাজে আসে লেবুর রস। লেবু সবার বাড়িতেই থাকে। তাই এই পদ্ধতিটি যে কেউ ব্যবহার করতে পারেন। দুই কাপ পানিতে একটি আস্ত লেবুর রস মিশিয়ে নিন। মাথা শ্যাম্পু করার পর এই মিশ্রনটি মাথায় দিয়ে রাখুন ৫ মিনিট। এরপর মাথা ধুয়ে ফেলুন।
৭) অ্যাপল সাইডার ভিনেগার অ্যাপল সাইডার ভিনেগার অনেকেই পান করে থাকেন স্বাস্থ্য সুবিধা পাওয়ার জন্য। কিন্তু তা চুলের দুর্গন্ধ দূর করতেও কাজ করে। এক কাপ পানিতে আধা টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে নিন।
শ্যাম্পু করার পর এই মিশ্রণ চুলে দিয়ে রাখুন ১-২ মিনিট। অবশ্যই ২ মিনিটের বেশি রাখবেন না। এরপর চুল ধুয়ে ফেলুন এবং তোয়ালে দিয়ে চুল মুছে নিন। ড্রায়ার ব্যবহার করবেন না।
চুলে দুর্গন্ধ বিব্রতকর হলেও অনেকেই এ সমস্যয় ভোগেন। খাদ্যাভ্যাস ঠিক থাকলে, পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে, কুসুম গরম পানি দিয়ে মাথা ধোয়ার অভ্যাস করলে আর এ সমস্যা ফিরে আসবে না। যারা নিয়মিত চুলে জেল বা স্প্রে ব্যবহার করেন, তারা ভালো মানের পণ্য নির্বাচন করুন।