তেল-পেঁয়াজ

ব্রণ কমাতে পেঁয়াজের ব্যবহার

পেঁয়াজের অনেক গুণ—এ কথা তো সবারই জানা। পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস। তবে আপনি কি জানেন, এই অসাধারণ সবজিটি আপনার ত্বকের জন্যও উপকারী? এর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ফ্ল্যাবোনয়েড, ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ই। পেঁয়াজ সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে কাজ করে।

পেঁয়াজ শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে; ত্বক পরিশোধিত করে। পেঁয়াজ ব্রণ কমাতেও বেশ উপাকারী। পেঁয়াজ ব্যবহার করে ব্রণ কমানোর উপায়ের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

উপাদানঃ ১. এক টেবিল চামচ পেঁয়াজের রস, ২. এক টেবিল চামচ জলপাইয়ের তেল, কীভাবে ব্যবহার করবেন। পেঁয়াজকে কয়েক টুকরো করে কাটুন। পেঁয়াজ থেকে রস বের করুন। এর মধ্যে জলপাইয়ের তেল দিয়ে ভালো করে মেশান। একটি তুলার বলের মধ্যে লাগিয়ে ব্রণের মধ্যে লাগান।

১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। তবে পার্শ্বপ্রতিক্রিয়া হলে সঙ্গে সঙ্গে ব্যবহার করা বন্ধ করুন।

শেয়ার করুন: