এক ছাত্রের ব্যাগে এত আইডি কার্ড, ছবি ভাইরাল

নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনের মধ্যেই হঠাৎ স্কুল ড্রেস বিক্রি ও ভূয়া আইডি কার্ডের চাহিদা বেড়ে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তাদের তথ্য মতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সাদা শার্ট ও বিভিন্ন কলেজের ভুয়া পরিচয় পত্র। বছরের প্রথম দিকে সাদা শার্ট বিক্রির হিড়িক থাকলেও বছরের মাঝামাঝি অবস্থানে এই বিক্রি অস্বাভাবিক বলে মনে হয়েছে খোদ বিক্রেতাদের কাছে।

ফেসবুক ব্যাবহারকারী একজন তার স্ট্যাটাসে লিখেছেন, 'এক ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার করা আইডি কার্ড। এরপরেও বলবেন আন্দোলন ছিনতাই হয়নি! রাস্তায় ওরা কারা? বিএনপি ও তার দোসররা। সড়ক নিরাপদ আন্দোলন অনিরাপদ হয়ে উঠার আগেই ব্যবস্থা নিতে হবে ।'

ইতিমধ্যে ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়, সেখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীর স্কুল ব্যাগে অনেকগুলো আইডি কার্ড । তবে এই ছবি কবে , কোথায় তোলা এখনো কোনো তথ্য পাওয়া যায়নি ।

শেয়ার করুন: