শতাব্দীর সেরা বলটি এসেছিল কিংবদন্তি অষ্ট্রেলিয়ান লেগস্পিনারের হাত থেকে৷ আর একশ’ বছরের সেরা ‘নো বল’ করে ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিলেন ক্যারিবিয়ান পেসার শেলডন কটরেল৷
শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে অদ্ভূত নো বল করেন ক্যারিবিয়ান বাঁ-
হাতি পেসার৷ যা ক্রিকেট ইতিহাসে সবচেয়ে অন্যতম খারাপ ডেলিভারি হিসেবে রেকর্ড হয়ে থাকবে৷ কটরেলের ডেলিভারি ধরেন দ্বিতীয় স্লিপ ফিল্ডার৷ আম্পায়ার সঙ্গে সঙ্গে হাত প্রসারিত করে জানিয়ে দেন এটি নো বল৷
শতাব্দীর সেরা ডেলিভারিটি করেছিলেন অজি লেগ-স্পিনার শেন ওয়ার্ন৷ ১৯৯৩ অ্যাশেজ সিরিজে লর্ডসে৷ লেগ-স্টাম্পের বাইরে পড়ে মাইক গ্যাটিংয়ের অফ-স্টাম্প ছিটকে দিয়েছিলেন কিংবদন্তি লেগ-স্পিনার৷ যা পরে ‘বল অফ দ্য সেঞ্চুরি’ হিসেবে চিহ্নত হয়৷
শতাব্দীর সেরা নো-বল করে অবশ্য সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে নেন ক্যারিবিয়ান পেসার৷ তার পর আবার বোলিং রান-আপে ফিরে যান
কটরেল৷ এ সময় ব্যাট করছিলেন বাংলাদেশ ব্যাটসম্যান আনামুল হক বিজয়৷ ম্যাচে ৯ ওভার হাত ঘুরিয়ে ৫৯ রান খরচ করে একটি উইকেট পান কটরেল৷ ১৮ রানে ম্যাচটি হারে ওয়েস্ট ইন্ডিজ৷ ফলে ২-১ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ৷