প্রশ্ন: হিন্দুদের তৈরি করা কোনো খাবার মুসলমানদের খাওয়া জায়েজ আছে কি? এ বিষয়ে ইসলাম কী বলে?
উত্তর: হিন্দুদের তৈরি করা খাবার মুসলমানদের খাওয়া জায়েজ আছে। তবে হিন্দুদের হাতে জবাইকৃত কোনো পশুর গোশত খাওয়া যাবে না। মাছ, সবজি, মিষ্টি, ভাত, পোলাও ইত্যাদি খেতে পারবেন। তবে মুসলমানের হাতে জবাইকৃত কোনো পশু যদি তারা রান্না করে তাহলে তা খেতে পারবেন।