জেনে নিন রাজধানীর কোন কোন এলাকা অবরুদ্ধ

রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মতিঝিল ও মিরপুরে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচলে ব্যাঘাত ঘটছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মতিঝিল শাপলা চত্বরে নটরডেম কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। পাঁচ শতাধিক শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করায় যান চলাচল বন্ধ রয়েছে।

অপরদিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, সনি সিনেমা হলের সামনে বেশ কিছু শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তবে সেখানে কোন ধরনের ভাঙচুর বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। কিছু সময় শিক্ষার্থীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এদিকে রামপুরা সড়কেও শিক্ষার্থীদের অবস্থানের খবর পাওয়া গেছে। ফলে রামপুরা-নতুন বাজার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মধ্যবাড্ডায় গুলশান কমার্স কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এছাড়া শ্যামলীর শিশু মেলার সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় শ্যামলী-আগারগাঁও লিংক রোডের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন: