তবু ঝুলে থাকলো সিলেট সিটির ভাগ্য

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা না করা হলেও এগিয়ে আছেন বিএনপি মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

সেখানে স্থগিত হওয়া দুই কেন্দ্রের ফলাফলের জন্য আটকে আছে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিজয়। রিটার্নিং কর্মকর্তা জানি য়েছেন, আরিফুল এগিয়ে, তবে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন।

সিলেটে ১৩৪টি কেন্দ্রে মধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন বিএনপি মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট।

আর আওয়ামী লীগ মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হজার ৮৭০ ভোট। বিএনপি প্রার্থীর সাথে ভোটের ব্যবধান ৪৬২৬।

স্থগিত হওয়া সেই দুই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৪ হাজার ৭৮৭। ফলে এই নির্বাচনে এই মুহূর্তে এখনই কাউকে বিজয়ী বলা যাচ্ছে না। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেও কাউকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।

পরবর্তীতে স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ শেষে অনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।

বাকি দুই কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পর তার ফলের ওপর নির্ভর করতে হচ্ছে সিলেটবাসীকে নতুন নগরপিতার নাম জানার জন্য।

-

শেয়ার করুন: