বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি বাংলাদেশে!

বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বয়সী পুরুষ হিসেবে গিনেস বুকে স্থান পেয়েছে জাপানের ১১২ বছর বয়সী পুরুষ মাসাজো নোনাকা। তবে আপনি জানলে হয়তো একটু অবাক হবেন বিশ্বের সবেচেয়ে বয়স্ক পুরুষ রয়েছে বাংলাদেশে।

তাঁর নাম শের আলী হাওলারদার। তিনি ঝিনাইদহ উপজেলার কুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তার বয়স ১১০ বছর কিন্তু পরিবারের দাবি তার বয়স ১২৫ বছর।

এ বয়সে এসেও শের আলী মিয়া নিজেই নিজের সব কাজ করেন। এখনো নিজেই ওজু করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। নাতি ছেলে সাব্বির হোসেন জানান,

তার পিতামহই বিশে^র সবচেয়ে প্রবীণ পুরুষ। শের আলী মিয়া জন্মগ্রহণ করেন ১৮৯৩ সালের জুলাই মাসে। আর বাংলা সান ছিল ১২৯৯ সালের ভাদ্র মাস।

তিনি প্রথম বিশ্বযুদ্ধের কারণে ভারতবর্ষ থেকে ব্রিটিশরা যখন সৈন্য সংগ্রহ শুরু করে, তখন শের আলী ও তার বড় মামা আমজাদ আলী সরদার যুদ্ধে যাওয়ার জন্য ব্রিটিশ সৈন্যদলে নাম লেখান।

তবে ভারতের কাঠালিয়া, পাচপোতা, যশোরের ভাদড়া, রহমতপুর, বর্তমান গ্রামের তিন স্থানেসহ ৯টি স্থানে ঘরবাড়ি করেছেন। ঘনঘন বাড়ি পরিবর্তনের কারণে ব্রিটিশ সরকারের দেওয়া সেনা রিক্রুটের সনদটি হারিয়ে যায়

শেয়ার করুন: