কবে শপথ নেবেন ইমরান খান?

পাকিস্তানের সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকার গঠনের প্রস্তুতি নিতে শুরু করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সভাপতি ইমরান খান।

এরই মধ্যে ইমরান খানের দল পাঞ্জাব প্রদেশেও সরকার গঠনের জন্য কাজ শুরু করেছেন। পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত চার স্বতন্ত্র সদস্য এরইমধ্যে পিটিআইয়ে যোগ দিয়েছে। সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী অন্যদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে দলটি।

এছাড়া পিটিআইয়ের নেতা জেহাঙ্গীর তারিন মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম'র নেতা খালিদ মকবুল সিদ্দিকীর সঙ্গেও মোবাইল ফোনে যোগাযোগ করেছেন বলে খবর বেরিয়েছে।

আগামী ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। তাই আগামী ১৪ আগস্টের আগেই ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন দলটির প্রভাবশালী নেতা নাইমুল হক।

গত ২৪ জুলাই পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১৬টি আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই। তবে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৩৭ আসনে জয় পেতে হতো ইমরানের দলকে। তাই এখন তাদের জোট সরকার গঠন করতে হবে।

এছাড়া পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ নির্বাচনে পিটিআই পেয়েছে ১২৩টি আসন। তবে নওয়াজের মুসলিম লীগ ১২৯ আসন পেয়ে সেখানে বিজয়ী হয়েছে। যদিও এরইমধ্যে তিনজন স্বতন্ত্র সদস্য পিটিআইয়ে যোগ দিয়েছে। পার্সটুডে

শেয়ার করুন: