গর্ভাবস্থা

মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে হাঁটতে শুরু করল শিশুটি!

সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাত এক শিশুর ভিডিও বিস্ময় জাগিয়েছে ডাক্তারসহ বিশ্ববাসীকে। শিশুর হাঁটার এই ভিডিওটি ফেসবুকে শেয়ারের পর তা ভাইরাল ভিডিওতে স্থান করে নিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া একটি শিশু হাঁটার চেষ্টা করছে! সাধারণত একটি শিশুর অন্তত ১০-১২ মাস লাগে হাঁটার উপযোগী হতে। কিন্তু ভিডিওটিতে দেখা যায়, শিশুটি হাঁটার জন্য ডাক্তারের সহায়তা নিচ্ছে। বিষয়টি সত্যি আশ্চর্যের মতো ঘটনা।

যদিও ভিডিও স্পষ্ট নয়, শিশুটির চঞ্চলতা দেখে মনে হয় সে কয়েক মিনিট আগে জন্ম নেয়নি, বরং কয়েক মাস আগেই জন্ম নিয়েছে। শিশুটিকে ডাক্তারের হাতে বেশ স্বস্তি ও আরামদায়ক মনে হয়েছে। আর এ কারণেই এনডিটিভি ভিডিওটির সত্যতা নিশ্চিত করেনি।

ধারণা করা হচ্ছে, ভিডিওটি ব্রাজিলের ফেসবুক থেকে ২৬ মে ডাউনলোড করা হয়েছে। বার্তা সংস্থা এনডিটিভির খবরে বলা হয়, শিশুটি যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেয় তখন ডাক্তার শিশুটিকে তার হাতে তুলে নেন এবং তার পরপরই শিশুটি হাঁটার চেষ্টা করে।

শেয়ার করুন: