পকেটমার

যে ১০টি লক্ষণে বুঝবেন আশেপাশেই রয়েছে পকেটমার!

কয়েকটি লক্ষণ রয়েছে যা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন কিছুক্ষণের মাঝেই আপনার পকেট বা ব্যাগ থেকে জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে পকেটমার! ঢাকার মতো জনবহুল শহরে পকেটমারের শিকার হননি এমন মানুষ কমই পাওয়া যাবে।

বিশেষ করে গণপরিবহনে চলাচল করলে মানিব্যাগ, ওয়ালেট বা মোবাইল খুইয়ে বসেন অনেকেই। পকেটমারের কারণে খুবই ঝামেলায় পড়তে হয়। কিন্তু কয়েকটি লক্ষণ রয়েছে যা দেখলে আপনি বুঝতে পারবেন কিছুক্ষণের মাঝেই আপনার পকেট বা ব্যাগ থেকে জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে পকেটমার। দেখে নিন এ লক্ষণগুলো-

১) বেশি টাকা বের করা: ভিড়ের মাঝে বা বাসে মানিব্যাগ বের করলেন, তাতে অনেকগুলো টাকা, বিশেষ করে বড় বড় কিছু নোট দেখা যাচ্ছে, তাহলে নিঃসন্দেহে পকেটমার আপনাকে টার্গেট করবে। কারণ আপনার পকেট মেরেই সে বেশি লাভ করবে। এ কারণে মানিব্যাগে বেশি টাকা থাকলে তা যত্রতত্র বের না করাই ভালো। খুচরা টাকা অন্য একটি পকেটে রাখুন। এছাড়া দামি গহনা এবং ঘড়ি পরেও এমন জায়গায় যাবেন না যেখানে পকেটমার হবার সম্ভাবনা বেশি।

২) পকেট বা ব্যাগে বারবার হাত দেওয়া: ভিড়ের মাঝে আছেন বলে বারবার পকেটে বা ব্যাগে হাত দিয়ে ওয়ালেট এবং ফোন জায়গামত আছে কিনা তা চেক করার অভ্যাস আছে অনেকেই। এটা আপনার জন্যই ক্ষতিকর। এতে পকেটমার টের পেয়ে যায় আপনার কোন পকেটে বা ব্যাগের কোথায় দামি জিনিস আছে।

৩) আপনি পথ হারিয়েছেন: অপরিচিত এলাকায় গিয়ে হারিয়ে গেছেন, একে তাকে জিজ্ঞেস করছেন- এমন পরিস্থিতিতে আপনার পকেটমার বেশি হতে পারে। পথ চেনার জন্য কারো সাথে কথা বলছেন, ফোন করছেন বা গুগল ম্যাপ দেখছেন, এমন অবস্থায় আপনার মনোযোগ অন্যদিকে থাকবে। এর সুযোগ নিয়ে পকেটমার আপনার মূল্যবান জিনিস নিয়ে সরে পড়বে। আপনি যদি হারিয়েও যান, তাহলেও শান্ত থাকুন এবং আত্মবিশ্বাস বজায় রাখুন চেহারায়, যাতে কেউ আপনার পরিস্থিতির সুযোগ নিতে না পারে।

৪) একদল মানুষ হঠাৎই আলাদা হয়ে যান: কয়েকজন মানুষ একসাথে বাসে বা রেস্টুরেন্টে এলো, কিন্তু এরপর তারা আলাদা হয়ে একেকজন একেকদিকে চলে গেলো। তাদের থেকে সাবধান থাকুন। তারা পকেটমার হতে পারে।

৫) কেউ যদি ‘পকেটমার’ বলে চিৎকার করে: এমন পরিস্থিতিতে অবশ্যই সাবধান থাকতে হবে। কিন্তু অনেকসময় পকেটমার বা তার সহযোগী নিজেই এমন চিৎকার করতে থাকে। তারা জানে আশেপাশের মানুষ এতে বিভ্রান্ত হয়ে যাবে। এর সুযোগে আসলে পকেটমার অনেকের পকেট ফাঁকা করে ফেলতে পারে।

৬) প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ থাকা: টাকাপয়সা প্যান্টের পকেটে রাখলেও তা সামনের পকেটে রাখুন। কারণ সামনের পকেট বেশি চাপা। এতে এসব পকেট থেকে কিছু বের করতে পকেটমারকেও বেগ পেতে হবে। কিন্তু পেছনের পকেটের দিকে অনেকেই খেয়াল করেন না। এতে পকেটমার সুযোগ পেয়ে যায়। পেছনের পকেট টাইট হলেও পকেটমার তা ছুরি দিয়ে কেটে চম্পট দিতে পারে।

৭) আপনার সামনে কেউ ঝগড়া করতে শুরু করলে: আপনার সামনে কেউ গলা উঁচিয়ে ঝগড়া করলে অবশ্যই আপনার কৌতূহল হবে। সেদিকেই চলে যাবে আপনার মনোযোগ। এই সুযোগে আপনার পকেট বা ব্যাগ হাতিয়ে নেবার সুযোগ পাবে পকেটমার।

৮) চেয়ারে ব্যাগ ঝুলিয়ে রাখা: রেস্টুরেন্টে বা গাড়ির সিটের সাথে ব্যাগ ঝুলিয়ে রেখে দেন অনেকেই। আপনার মনোযোগ যখন অন্যদিকে, তখন সহজেই এক টানে ব্যাগটা নিয়ে চলে যেতে পারে পকেটমার। ব্যাগ রাখুন চোখের সামনে, টেবিলের ওপর বা কোলে।

৯) কানে হেডফোন থাকা: অনেকেই সময় কাটাতে কানে হেডফোন লাগিয়ে গাড়িতে ওঠেন। কিন্তু এতে আপনার মনোযোগ অন্যদিকে থাকে, এমনকি ঘুমও পেতে পারে। এমন অবস্থায় পকেটমার ব্যাগ নিয়ে চলে গেলেও আপনি টের পাবেন না।

১০) অপরিচিত কেউ আপনার সাথে আলাপ জমানোর চেষ্টা করলে: রাস্তায় অপরিচিত কেউ যেচে আপনার সাথে আলাপ করছে, আপনাকে তাদের ফোনে কিছু দেখানোর চেষ্টা করছে বা আপনার গা ঘেঁষে দাড়াচ্ছে, এমনটা হলে সাথে সাথে সতর্ক হয়ে যান। তারা আপনার মনোযোগ অন্যদিকে সরিয়ে পকেটমার করতে পারে।

শেয়ার করুন: