বিজয় ভাষণে কাশ্মির নিয়ে যা বললেন ইমরান খান

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধী মেটাতে উদ্যোগ নিতে চান পাকিস্তানের জাতীয় নির্বাচনে বিজিত ইমরান খান।

নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকা দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে তার বিজয় ভাষণে এমন মন্তব্য করেছেন।

শুরুতেই তিনি জম্মু-কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে চলমান সমস্যা সমাধানের জন্য ভারতের সঙ্গে আলোচনার ঘোষণা দিয়েছেন।

এদিকে পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) চেয়ে প্রায় দ্বিগুণ আসন পেয়ে বিজয়ী হয়েছে।

তবে পিটিআই ছাড়া বাকি সব দলই কারচুপির অভিযোগে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে। নির্বাচনের প্রাথমিক বেসরকারি ফলে দেখা যাচ্ছে, পাকিস্তান ইমরান খানের পিটিআই পেয়েছে ১১১টি আসন এবং নওয়াজের পিএমএল-এন পেয়েছে ৬৫টি আসন।

এ ছাড়া বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৪৩টি, এমকিউএম ৫টি এবং এমএমএ ৯টি আসন লাভ করেছে। পাকিস্তান নির্বাচন কমিশন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করবে।

শেয়ার করুন: