মনির খান
মনির খান

ঝিনাইদহ-৩ আসন থেকে বিএনপির পক্ষে লড়তে চান মনির খান

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চলছে রাজনৈতিক দলগুলোর। নির্বাচনকে সামনে রেখে চড়েচড়ে বসেছে দলগুলো। ইতিমধ্যে অনেকেই নিজ নিজ এলাকায় প্রচারণা শুরু করেছে। আর সবরকম প্রস্তুতি নিয়ে মাঠে নামছে দেশের শীর্ষ দুইদল আওয়ামী লীগ ও বিএনপি। এই দুই দল টার্গেট সেলিব্রেটিদের নিয়ে।

অনেক তারকার ভাষ্য, ‘বর্তমানে বিরোধী দলগুলোর জন্য রাজনৈতিক বৈরি পরিবেশ বিরাজ করছে। তবে তারা কাজ করে যাচ্ছেন। সময় হলে চমক দেখাতে চান তারা। এতসবের পরেও বিএনপিতে অনেক সেলিব্রেটিরা প্রকাশ্যে অংশগ্রহণ করছেন। এর মধ্যে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান ও আসিফ আকবর। আমাদের আজকে এ প্রতিবেদন মনির খানকে নিয়ে।’

আগামী একাদশ নির্বাচনে অংশগ্রহণ ও মনোনয়নের বিষয় নিয়ে কথা বলেছেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান। মনির খান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃতি সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণসংযোগও চালাচ্ছেন। ঝিনাইদহ-৩ আসন থেকে নির্বাচন করার জন্য বিএনপির মনোনায়ন প্রত্যাশা করছেন তিনি। এর আগে তিনি গতবছর ঝিনাইদহ জেলার মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নে তৃণমূল বিএনপির নেতাদের উপস্থিতিতে সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময়, নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন।

নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে জানার জন্য কন্ঠশিল্পী মনির খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ কúশিল্পী হিসেবে আমার পরিচয় প্রায় দুই যুগের। মানষের ভালোবাসায় আমি মনির খান হয়েছি। সারাজীবন মানুষের ভালোবাসা নিয়ে গেলাম এবার কিছুটা হলেও তাদের কাছাকাছি থেকে মানুষের সেবা করতে চাই। সেই চিন্তাধারা থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। যদি এবার বিএনপি থেকে মনোনয়ন পাই তবে অব্যশই নির্বাচন করব।

দলমত নির্বিশেষে সকল মানুষের মনে স্থান শিল্পীদের, তবে বিশেষ দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এমন প্রশ্নের উত্তরে মনির খান বলেন, ‘ রাজনৈতিক দলটা মুখ্য বিষয় না। তবে আমার পছন্দের দল বিএনপি। আমি যে এলাক থেকে নির্বাচন করবো সে এলাকাটা বিএনপির জনপ্রিয় একটা জায়গা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভালো লাগার বিষয়টা কাজ করে। আর এ জন্য আমি বিএনপি থেকে নির্বাচন করছি।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবরকম প্রস্তুতি পালন করছেন তিনি। সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মনির খানের ফ্যানপেজে নির্বাচনের কর্মকান্ড চালাচ্ছেন বলে তিনি জানিয়েছেন। নির্বাচনকে নিয়ে একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে মনির খান আমাদের সময় ডট কমকে বলেন, ‘ সারা বাংলাদেশে বিএনপির ৩০০ আসনে মধ্যে ঝিনাইদহা ৩ আসন বিএনপির আখড়া। সেখান থেকে আমি নির্বাচন করতে যাচ্ছি। দল যদি আমাকে মনোনায়ন দেয় এবং সরকার যদি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচন করেন তবে আমি বিজয়ী হব।

শেয়ার করুন: