যে আমলে হজরত বেলাল প্রিয়নবির আগে জান্নাতে গেলেন

মসজিদে নববির মুয়াজ্জিন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন সকালে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তার বিশেষ আমলের কথা জিজ্ঞাসা করলেন। যে আমলের কারণে হজরত বেলাল প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে জান্নাতে পায়চারি করছিলেন।

হজরত বেলালের বিশেষ আমলের বর্ণনা সম্পর্কিত হাদিসটি মুসলিম উম্মাহর জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ হজরত বেলালের বিশেষ আমল দু’টি ছিল সহজ। যা পালনে সহজেই মুসলিম উম্মাহ জান্নাতে প্রবেশ করতে পারবে। হাদিসে এসেছে-

হজরত আবদুল্লাহ ইবনে বুরাইদাহ তাঁর পিতার কাছ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, একদিন সকালে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন-

‘হে বেলাল! কি এমন কাজ করে তুমি জান্নাতে আমার আগে চলে গেলে? আমি গত রাতে (স্বপ্নে) জান্নাতে প্রবেশ করলে তোমার (পায়চারির/জুতার) শব্দ আমার সামনে থেকে শুনতে পেলাম!’

বেলাল (রাদিয়াল্লাহু আনহু) বললেন, ‘হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

– আমি যখনই আজান দিয়েছি, তখনই ২ রাকাআত নামাজ পড়েছি।

– আর যখনই আমি অপবিত্র হয়েছি তখনই আমি সঙ্গে সঙ্গে অজু করে নিয়েছি।

এ কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘এ কাজের জন্যই। (জান্নাতে আমার আগে আগে তোমার শব্দ শুনলাম)। (ইবনে খুজায়মা, সহিহ তারগিব)

শেয়ার করুন: