দাগেস্তান প্রজাতন্ত্রের “হোসেন শেখ আহমাদোফ”কে পবিত্র কুরআনের প্রবীণ হাফেজ হিসেবে স্মরণ করা হয়।সুবহানাল্লাহ, বিশ্বের সবথেকে বয়স্ক হাফেজ, ১২০ বছরেও কোরআনের খেদমত করে যাচ্ছেন!
হোসেন শেখ আহমাদোফ ১৮৯৬ সালে দাগেস্তানের একটি শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ১২০ বছর।সুবহানাল্লাহ, বিশ্বের সবথেকে বয়স্ক হাফেজ, ১২০ বছরেও কোরআনের খেদমত করে যাচ্ছেন!
তার চার পুত্র এবং দুইজন কন্যা সন্তান রয়েছে। বৃদ্ধ বয়সে এখনো তিনি পবিত্র কুরআনের ওপর চর্চা করে যাচ্ছেন এবং অন্যদেরকেও কুরআন শিক্ষা প্রদান করছেন।সুবহানাল্লাহ, বিশ্বের সবথেকে বয়স্ক হাফেজ, ১২০ বছরেও কোরআনের খেদমত করে যাচ্ছেন!
প্রবীণ এই হাফেজ ১২০ বছরের মধ্যে ৫০ বছরই কুরআন শিক্ষার মধ্যে অতিবাহিত করেছেন।সুবহানাল্লাহ, বিশ্বের সবথেকে বয়স্ক হাফেজ, ১২০ বছরেও কোরআনের খেদমত করে যাচ্ছেন! ১২০ বছর বয়সেও তিনি সম্পূর্ণ রূপে সুস্থ রয়েছেন।