চট্টগ্রামে অত্যাধুনিক জামে মসজিদ উদ্বোধন

নাসিরাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদ নামের চট্টগ্রামে আধুনিক স্থাপত্যশৈলীর শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের উদ্বোধন করা হয়েছে। যার দৈর্ঘ্য ১০০ ফুট, প্রস্থ ৬০ ফুট। ৬ হাজার বর্গফুটের পাঁচতলা এ মসজিদে একসঙ্গে ৩ হাজার ৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার (২০ জুলাই) জুমার নামাজের মাধ্যমে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জুমার খুতবা ও নামাজে ইমামতি করেন ভারতের মাওলানা তাওসিফ রেজা খান বেরলভি। ‍

উদ্বোধনীতে উপস্থিত ছিলেন চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় মেয়র বলেন, চট্টগ্রামে নাসিরাবাদ হাউজিং সোসাইটির সুনাম রয়েছে। সোসাইটির সবার সহযোগিতায় একটি আধুনিক মসজিদ নির্মাণ সম্ভব হয়েছে। পাশাপাশি মসজিদের পাশের মাঠে সিটি করপোরেশনের পক্ষ থেকে আলোকায়ন করা হয়েছে।

তিনি বলেন, মাঠের পাশে ওয়াকওয়ে নির্মাণ করে সুন্দর পরিবেশ তৈরির জন্য নকশা হয়েছে। এতে পিএইচপি ফ্যামিলি অধিক অর্থায়ন করায় মেয়র ধন্যবাদ জানান।

শেয়ার করুন: