মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরা সাবধান কেউ এড়িয়ে যাবেন না দয়া করে !!

মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বিদেশি অভিবাসী আটকে আবারও তৎপর হয়েছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ৷ বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য মতে গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন জায়গা থেকে কমপক্ষে ৭ শতাধিক অবৈধ বিদেশি কর্মীকে আটক করেছে দেশটির প্রশাসন৷ প্রতক্ষ্যদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, রাজধানী কুয়ালালামপুর থেকে গতকাল বৃহস্পতিবার অন্তত্য ৩০০ বিদেশি কর্মীকে আটক করছে প্রশাসন। ধারণা করা হচ্ছে, আটককৃতদের মধ্যে ৬০ শতাংশ বাংলাদেশি৷

ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও দেশটিতে অবস্থান করা, নিয়োগপ্রাপ্ত কর্মস্থল ছেড়ে অন্য জায়গায় কাজ করা এবং কোন রকম বৈধ নথিপত্র না থাকার অপরাধসহ বিভিন্ন অপরাধে তাদেরকে আটক করা হয়েছে৷ জানা গেছে, সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে মধ্য রাত পর্যন্ত ৷ এ সময় কুয়ালালামপুরের কোতারায়, বুকিত বিনতাং, হাং তুয়া ও চকেটের বিভিন্ন জায়গাতে অভিযান পরিচালিত হয়৷

বুকিত বিনতাং ও এর আশপাশের এলাকাগুলোতে সন্ধ্যা থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে ৷কুয়ালালামপুরের বুকিত বিনতাং এ বসবাসরত প্রতক্ষ্যদর্শী রাসেল নামের একজন প্রবাস কথা’কে জানান, দোকান, বাসা-বাড়ি, যাত্রী পরিবহন, রাস্তাসহ ব্যাক্তিগত গাড়ি থামিয়ে অভিবাসীদের নথিপত্র পরীক্ষা-নীরিক্ষা করেছে প্রশাসন ৷ এ সময় শুধু মাত্র ভিসাযুক্ত পাসপোর্টধারী ব্যতীয় অন্যদের আটক করা হয়৷

তিনি বলেন, ‘হঠাৎ করেই বুকিন বিনতাং এলাকাতে অভিযান শুরু করে পুলিশ৷ এ সময় আমার এক আত্বীয়কে আটক করে ছেড়ে দিয়েছে পুলিশ৷’ এ দিকে বুকিত বিনতাং এর জালান আলোর একটি আবাসনে অভিযানের সময় পালাতে যেয়ে উপর থেকে পরে একমহিলা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে,। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি৷

তথ্য অনুযায়ী, মালয়েশিয়া সরকারের বৈধকরণ পক্রিয়ায় অংশগ্রহণকারী এবং এর আওতায় সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ভিসার জন্য অপেক্ষা করা কর্মীরাও আটক হয়েছে৷ তবে প্রশাসন জানায়, তাদের নথিপত্র বৈধ কিনা তা যাচাই করার জন্য আটক করা হয়েছে, নথিপত্র বৈধ হলে ছেড়ে দেওয়া হবে৷

শেয়ার করুন: