ওজন বেড়ে গিয়ে চেহারা একটু খারাপ হয়ে গিয়েছিল। কিছু করেই আর ওজনকমান যাচ্ছিল না। ঠিক তখনই ওজন কমাতে গিয়ে করুণ পরিণতির শিকার হয়ে মৃত্যুর কাছে হার মানতে হলো এক ব্রাজিলিয়ান মডেলের।
ব্রাজিলিয়ান মডেল আনা ক্যারোলিনা রেস্টন। কিডনি অকেজো হয়ে প্রায় ২০ দিন হাসপাতালে থেকে মারা যান। বয়স ছিল তখন মাত্র ২১ বছর। উচ্চতা যদিও ৫ ফুট ৮ ইঞ্চি ছিল, তবে ওজন মাত্র ৪০ কেজি।
তারপরও এই ওজন তার কাছে বেশি মনে হচ্ছিল। ধারণা করছিলেন এ কারণে তিনি অনাকর্ষণীয় হয়ে যাচ্ছেন। এটা একধরনের রোগ। যার নাম অ্যানোরেক্সিয়া।
শুকনো হলেই সুন্দর, এমন ভুল ধারণা থেকে দেখা যায় অনেক মেয়ে অ্যানোরেক্সিয়ায় ভোগেন। না খেয়ে থাকতে থাকতে যখন ক্রনিক আকার ধারণ করে তখন তাকে অ্যানোরেক্সিয়া নারভোসা বলে।