অস্ট্রিয়ায় রয়েছে ফাকিং গ্রাম!

মাত্র ১০৪ জন বাসিন্দা। তবু জনপ্রিয়তায় বহু শহরকে পিছনে ফেলে দেবে অস্ট্রিয়ার এই গ্রাম। গুগল সার্চেও প্রায়ই উঠে আসে এই গ্রামের নাম। পর্যটন-প্রেমীদের জন্য তৈরি ওয়েবসাইটগুলিতেও মিলবে এই গ্রামের উল্লেখ। কারণ, অস্ট্রিয়ার এই গ্রাম বিখ্যাত নামের জন্য। গ্রামটির নাম 'ফাকিং' (ইংরেজি বানানটি উল্লেখের প্রয়োজন নেই!)।

ফাকিং গ্রামের রাস্তার ধারে বিভিন্ন সাইন-বোর্ডে গ্রামের নাম উল্লেখ করা রয়েছে। মজার বিষয় হল, এই গ্রামে সাইন-বোর্ডই সবচেয়ে বেশি চুরি হয়। এবং তা পুনরায় কিনতেই গ্রামের বাজেটের বড় অংশ খরচা হয়। গ্রামের বাসিন্দাদের মতে, এখানে বেড়াতে আসা পর্যটকরাই তা চুরি করেন।

কিন্তু, গ্রামের নাম ফাকিং কেন? ফোকো (Focko) নামের এক ব্যক্তি অস্ট্রিয়ার এই অংশে বসতি গড়ে তুলেছিল। তাঁর নাম অনুসারেই পরবর্তীতে গ্রামের নাম হয় ফাকিং।

জার্মান ভাষায় যার অর্থ, 'ফোকোর বাসিন্দা'। প্রসঙ্গত, জার্মান ভাষাতে কোনও শব্দের পর 'ing' প্রত্যয় যোগ করলে ওই এলাকার বাসিন্দা বোঝায়। সেই সূত্রেই গ্রামের নাম ফাকিং। ফাকিং গ্রামে যাওয়ার কোনও পরিকল্পনা করতেই পারেন। কিন্তু, সাইন-বোর্ড চুরি করতে যাবেন না...!

শেয়ার করুন: