যে গুহাটি আপনারা দেখছেন সেই গুহাটি দেখতে অনেক পুরান গুহা দেখতে লাগছে ।যেখানে লোকে ঘুরতে আসে কিন্তু এটি এমন একটি গুহা যেখানে মানুষ তার চিকিৎসা করাতে আসে ।
অস্ট্রিয়া গাস্তিক নামের জায়গায় এখানে আগে মানুষ সোনা খুঁজতে আসত ।আর এই গুহাটি সোনার খাজা নার জন্যে আগে খুব বিখ্যাত ছিল ।আর এখন এখানে মানুষ আর সোনা খোঁজার জন্যে নয় নিজের চিকিৎসা করার জন্যে এই গুহায় এসে থাকে ।
আর এখন আপনারা ভাবছে এই গুহায় কিভাবে কারু চিকিৎসা হতে পারে আর কে বা তাদের চিকিৎসা করতে পারে ? আসলে ই গুহায় প্রাকৃতিক ভাবে রেডন গ্যাস উঠতে হতে থাকে ।আর যা কাছে আশা মাত্র মানুষের শরীরে অনেক রোগ খুব সহজেই সেরে উঠে
গাস্তিন এর এই গুহায় অনেক মানুষের ইউরোপের বাইরের লোকো এই জায়গায় নিজের চিকিৎসা করার জন্যে এসে থাকে ।আর এখানে আসা অনেকে মনে করেন এখানে নাকি রেডি এক্টিভ রেডান গ্যাস ফলে অরথ্রাউটিস মত রোগ প্রায় সহজেই সেরে যেতে থাকে ।
আর এখানে আসা সকলের জন্যে অনেক রকমের সুবিধার ব্যবস্থা করা হয়েছে ।আর এখানে সকলের আসার জন্যে ট্রেনের ব্যাবস্থাও করা হয়েছে