পাইথন

পাইথনের পেট কাটতেই বেরিয়ে এলো নিখোঁজ মহিলার দেহ!

৫৪ বছরের ওই মহিলা ওয়া টিবার দেহ, তিনি যে স্থানে নিখোঁজ হয়েছিলেন, তার পাশেই খুঁজে পাওয়া সাত মিটার (23 ফুট) লম্বা পাইথনের পেট কেটে শুক্রবার গ্রামবাসীরা আবিষ্কার করে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি অঞ্চলের মুনা আইল্যান্ডের পারসিপান লাওয়েলাতে পাইথনটিকে খুঁজে পাওয়া যায়। স্থানীয় পুলিশের মুখ্য আধিকারিক হামকা জানান, “গ্রামবাসীদের সন্দেহ হয়েছিল, সাপটা ওই মহিলাকে গিলে ফেলেছে। তাই সেটাকে মেরে বাগানের বাইরে নিয়ে আসা হয়েছিল।“

“সাপটার পেট কেটে ওই মহিলার দেহ উদ্ধার করা হয়”। বৃহস্পতিবার রাতে ওই মহিলা বাগান থেকে ফিরে না আসায়, তার আত্মীয় পরিবার সমেত প্রায় একশ মানুষ তার খোঁজ শুরু করে। হামকা জানান, গ্রামবাসীরা ওই বিশালাকৃতি সাপটাকে টিবার জুতো এবং জিনিসপত্রের ওপর দেখতে পেয়েছিল এবং সাপটা টিবার মাথাটা আগে গিলে ফেলেছিল এবং বাদবাকী দেহ তখনও অক্ষত ছিল।

হামকা আরও জানান, যে অঞ্চলে টিবা হারিয়ে গিয়েছিল, সেই অঞ্চলটা পাথুরে, গুহায় ভরা এবং সাপের বাসস্থল হিসাবেই পরিচিত। প্রায় ছয় মিটার দৈর্ঘ্যের বৃহদাকৃতি পাইথন ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন অঞ্চলেই দেখা যায়। এই সাপগুলো সাধারণত ছোটো প্রাণীদেরই আক্রমণ করে, তবে মানুষকে আক্রমণের ঘটনা খুব কমই শোনা যায়। সুলাওয়েসি অঞ্চলের সালুবিরো গ্রামে গত বছর মার্চ মাসে এক কৃষকও এক পাইথনের শিকার হয়েছিল।

শেয়ার করুন: