বিশ্বকাপের প্রথম অঘটন : মেক্সিকোর কাছে ১-০ গোলো হারলো জামার্নি

প্রথমার্ধে ইয়ার্ভিং লোসানোর একমাত্র গোলে চারবারের বিশ্বচ্যাম্পিয়দের হারিয়েছে উত্তর আমেরিকার দলটি।

মস্কোর লুজনিকি স্টেডিয়ামে রোববার প্রথম মিনিট থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন ও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল জার্মানি বল দখলে এগিয়ে ছিল অনেক। আক্রমণও বেশি করেছে ইওয়াখিম লুভের শিষ্যরা। তবে রক্ষণে সেঁধিয়ে যায়নি র‌্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে থাকা মেক্সিকো। পাল্টা আক্রমণে নিয়মিত পরীক্ষা নিয়েছে জার্মানির।

দূর পাল্লার শটগুলো ছিল গোলরক্ষক বরাবর। সেগুলো খুব একটা পরীক্ষা নিতে পারেনি দুই গোলরক্ষক মানুয়েল নয়ার ও গিয়ের্মো ওচোয়ার।

৩৫তম মিনিটে প্রতি আক্রমণ থেকে এগিয়ে যায় মেক্সিকো। হাভিয়ের এর্নান্দেজ বাঁদিকে বল বাড়ান লোসানোকে। অনেক দৌড়ে এসে বল রিসিভ করা সময়ই জামার্নির এক খেলোয়াড়কে এড়ান এই ফরোয়ার্ড। আরেকজন ডিভেন্ডার এগিয়ে এসে বাধা দেওয়ার আগেই নিচু গড়ানো শটে খুঁজে নেন জাল।

তিন মিনিট পর গোল পেয়ে যাচ্ছিল জার্মানিও। টনি ক্রুসের ফ্রি-কিকে উঁচুতে ঝাঁপিয়ে বলে গ্লাভস লাগান গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। তাতে বল লাগে ক্রসবারে।

প্রতি আক্রমণ থেকে দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ এসেছিল মেক্সিকোর সামনে। কিন্তু ডি-বক্সে ফাঁকায় থাকা কার্লোস ভেলাকে ঠিকমতো বল বাড়াতে পারেননি এর্নান্দেজ।

শেয়ার করুন: