চীনের গুইয়াং শহরের একটি নদীতে মাছ ধরার সময় একটি অদ্ভুত ধরণের মাছ ধরেন একজন স্থানীয় জেলে। স্থানীয়দের ভিডিও করা একটি ফুটেজে দেখা যায়, রাস্তার পাশেই রাখা হয়েছে সেই অদ্ভুত কবুতরের মাথাযুক্ত মাছটি।
রাশিয়ান টাইমস জানায়, এই অদ্ভুত ধরণের মাছটি মূলত বিশেষ কোন জাতের মাছ নয়। এটি একটি সাধারণ গ্রাসকাপ মাছ। তবে হয়তো অক্সিজেনের অভাবে এটির মাথা এরকমভাবে ফুলে যায়। গুইযাও একাডেমী অফ এগ্রিকালচার সাইয়েন্স এক্সপার্ট ইয়াং শিং বলেন, ‘এই ঘটনাটি খুবই কম লক্ষ্য করা যায়। এটি মূলত দুটি কারণে হতে পারে।
প্রথমত ডিম অবস্থায় থাকাকালীন এটি হয়তো ক্ষতিগ্রস্থ হয়েছিল, যার কারণে এটির মাথা এরকম ফুলে যায়। অন্যদিকে হয়তো অক্সিজেনের অভাবে এই মাথা ফুলে যাওয়ার ঘটনা ঘটতে পারে।’
এদিকে এই মাছটিকে ঘিরে স্থানীয় এলাকাজুড়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। বহুদূর থেকে সাধারণ মানুষ এবং সাংবাদিকরা আসছেন এই মাছটিকে দেখার জন্য।