ঈদ

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভা শেষে সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়। মালয়েশিয়ার আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

সূত্রে জানা যায়, ইয়াং দ্বি-পারতুং আগং এবং প্রধানমন্ত্রী চাঁদ দেখা কমিটির সাথে একমত পোষণ করেছেন। তাই মালয়েশিয়ায় আগামীকাল শুক্রবার পবিত্র উদুল ফিতর পালন করা হবে।

আগামীকাল বাংলাদেশে যে ৩০ গ্রামে ঈদঃ শরীয়তপুরের চার উপজেলার ৩০টি গ্রামে আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর পালিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে সুরেশ্বর পীরের অনুসারীরা প্রায় ‌১০০ বছর ধরে এই নিয়মে এই ঈদ পালন করে আসছে।

এর মধ্যে নড়িয়া উপজেলার সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নিথিরা, মানাখানা, নশাসন, ভুমখাড়া, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রামসহ প্রায় ৩০টি গ্রামের অন্তত এক হাজার পরিবার ঈদুল ফিতর পালন করবেন। শুক্রবার সকালে ঈদুল ফিতরের প্রধান ঈদের জামাত সুরেশ্বর দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন: