নরওয়ের মুসলিম

২৩ ঘণ্টা রোজা রাখেন ফিনল্যান্ডের মুসলমানরা, রাত থাকে মাত্র ৫৫ মিনিট

চলছে পবিত্র রমজান মাস। রবকতময় এই মাসে একটি দেশের মুসলমানরা ২৩ ঘণ্টা রোজা রাখেন। রাত থাকে মাত্র ৫৫ মিনিটের জন্য। সূর্য উদিত ও অস্ত যাওয়ার উপর রমজানের সময়সীমা নির্ভর করে। দীর্ঘ সময় ধরে রোজা রাখতে পেরে আত্মতুষ্টিতে সে দেশের ধার্মিক মুসলমানরা। বাংলাদেশের মানুষরা ১৫ ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় ধরে রোজা রাখেন। সেখানে ২৩ ঘণ্টা বা তারও বেশি সময় ধরে অসংখ্য মানুষ রোজা রাখেন।

সুমেরু বলয়ে থাকা দেশগুলোতে রোজা রাখা বেশ কষ্টকর। সেখানে দুই বা এক ঘণ্টার জন্য সূর্য অস্ত যায়। নরওয়ে, লেপল্যান্ড, ফিনল্যান্ড ও ২৩ ঘণ্টা রোজা রাখেন একটি দেশের মুসলমানরা, রাত থাকে মাত্র ৫৫ মিনিটের জন্যরয়েছে এই বলয়ে। ফিনল্যান্ডে মাত্র ৫৫ মিনিটের জন্য সূর্য অস্ত যায়। রাত কি জিনিস সেটি জানে না সেখানের অনেক শিশুরা। এখানের বাসিন্দারা কষ্ট করে আত্মতৃপ্তির সাথে সিয়াম সাধনা করেন।

ফিনল্যান্ডে বসবাসকারী মোহাম্মদ নামের এক বাংলাদেশি যুবক এ নিয়ে স্থানীয় এক সংবাদ মাধ্যমের কাছে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা ‘আমরা বেলা ১টা ৩৫ মিনিটে সেহরি খাই। ইফতার করি সন্ধ্যা ১২টা ৪৮ মিনিটে।’অর্থাৎ আমাদের মোট ২৩ ঘণ্টা ৫ মিনিট রোজা থাকতে হয়। দীর্ঘ সময় কিভাবে রোজা রাখেন? এ বিষয়ে তিনি বলেন, সবই আল্লাহর রহমত। ফিনল্যান্ডের আশপাশের দেশগুলোতেও লম্বা সময় রোজা রাখতে হয়।

শেয়ার করুন: