জামাকাপড়

দ্রুত জামাকাপড় শুকানোর টিপস

বড় একটা সমস্যা হলো ভিজে জামাকাপড় শুকানো। রোদ না উঠলেও কীভাবে সহজে জামাকাপড় শুকাবেন তার কিছু উপায় জেনে রাখুন। জামাকাপড় ধুয়ে প্রথমে খুব ভালো করে নিংড়ে জামাকাপড় মেলবেন। অনেকেই শুধু পানি ঝরিয়ে মেলতে দিয়ে দেন।

এই কাজটি করলে হবে না। দড়িতে যখন জামাকাপড় মেলবেন, সেখানে হ্যাঙ্গারে ঝুলিয়ে মেলতে পারেন। এতে পোশাকের দুটো দিকই সমানভাবে শুকানোর সুযোগ পাবেন।

বর্ষাকালে ঘরেই জামাকাপড় মেলতে হয়। তাই ঘরের দরজা-জানলা খুলে রাখবেন। এতে ঘর স্যাঁতসেঁতে হবে না। সম্ভব হলে ঘরের ফ্যান চালিয়ে দেবেন। এভাবে যদি জামাকাপড় না শুকায়, তা হলে বাড়িতে এসি থাকলে এসিতে ড্রাই মোড অন করে ঘরে জামাকাপড় মেলে দেবেন।

বাড়িতে ওয়াশিং মেশিন থাকলে মেশিনে জামাকাপড় কাচার পর সেটি ড্রায়ারে দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন। উন্নত ওয়াশিং মেশিনে বৃষ্টির দিনের জন্য আলাদা অপশনও দেওয়া থাকে। জামাকাপড় হালকা ভিজে থাকলে ভালো করে ইস্ত্রি করে পরতে পারবেন।

শেয়ার করুন: