হিন্দু নবজাতককে বাঁচাতে রোজা ভেঙ্গে রক্ত দিলো মুসলিম যুবক! হিন্দু নবজাতককে বাঁচাতে রোজা ভেঙ্গে রক্ত দিলো মুসলিম যুবক!
হিন্দু নবজাতককে বাঁচাতে – ভাল মানুষ এখনো আছে পৃথিবীতে তার এক বাস্তব দৃষ্টান্ত ।
ভাল কাজে কোন ধর্মের কোন বাধা নেই ।জানা গেছে ভারতের দ্বারভাঙার একটি নার্সিং হোমে একটি পুত্র সন্তানের জন্ম দেন আরতি নামের এক নারী। কিন্তু জন্মের পর থেকেই নবজাতকের শারিরীক অবস্থা ভাল না ধীরে ধীরে অবনতি হওয়ায় চিকিৎসকরা জানান রক্ত লাগবে।
ও’নেগেটিভ রক্তের রক্ত গ্রুপ ছিল শিশুটির কিন্তু পরিবারের কারো রক্ত ও নেগেটিভ নেই। কি আর করা ফেসবুক ওয়ার্টএপ সহ বিভিন্ন গ্রুপে রক্ত চেয়ে পোস্ট করেন তারা।
ফেসবুকের খবরটি চোখে পরে বিহারের দ্বারভাঙার বাসিন্দা মোহাম্মদ আশফাকের। তারও রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ। রোজা রেখেও নবজাতকের পরিবারের সাথে যোগাযোগ করেন আশফাক।পরে রোজ রেখে রক্ত দিলে রক্তদাতা অসুস্থ্য হয়ে যেতে পারেন বলে জানান ডাক্তার।
আশফাক কোন উপায় না পেয়ে রোজা ভেঙেই রক্ত দেয়ার সিদ্ধান্ত নেন ।আশফাকের দেয়া রক্তে বেচেঁ যায় নবজাতকটি। আশ্চর্যজনক কথাটি হলো নবজাতকের পরিবার ছিলো হিন্দু সম্পদায়ের।
রক্ত দিয়ে উচ্ছ্বসিত আশফাক বলেন, ‘এই রোজা পরে অন্য সময় রাখা যাবে’।আমার খুব ভাল লাগছে আমার রক্ত দানে শিশুটি সুস্থ হয়ে গেলো।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.