স্বেচ্ছায় শরীরে ভয়ংকর সাপেদের ছোবল নেন এই বিজ্ঞানী

সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হলে সেটি ভাইরাল হয়। মাত্র ৪ দিনেই ভিডিওটি শেয়ার হয় ২৬ হাজারের বেশি। ভিডিওটিতে দেখা যায় এক ব্যক্তি নিজের শরীরে একের পর এক ভয়ংকর বিষধর সাপের ছোবল নিচ্ছেন।

টিম ফ্রিডি নামের এই বিজ্ঞানী দাবি করেছেন তিনি শতশতবার বিশ্বের সবচেয়ে মারাত্মক সাপগুলোর কামড় খেয়েছেন। এখন তার শরীরে আর সাপের বিষ কাজ করে না।

কিন্তু কেন তিনি এই বিপজ্জনক কাজটি করছেন? তিনি জানান, পৃথিবীর সবচেয়ে বিষধর সাপগুলোর দংশনের চিকিৎসা সংক্রান্ত গবেষণার খাতিরেই তিনি এমন ঝুঁকিবহুল কাজ করছেন।

টিমের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি প্রায় আড়াই বছর আগের করা একটি ভিডিও। ভিডিওটি নতুন করে বিস্ট বাডিজ নামের পেজে ২৩ মে শেয়ার করা হয়। ওই ভিডিওতে জানা যায়, টিম তার শরীরে ১৬০ বার স্বেচ্ছায় সাপের ছোবল খেয়েছেন।

সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মিররে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, ১৬০ থেকে ছোবলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০।

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা টিম মূলত বিষধর সাপের বিষ নিজের শরীরে নিচ্ছেন গবেষণার জন্য। তার লক্ষ্য সমস্ত বিষধর সাপের কবল থেকে যেন বাঁচানো যায় পৃথিবীর মানুষকে।

নিজের শরীরে স্বেচ্ছায় বিষধর সাপের কামড় খাওয়ার কারণে টিমের স্ত্রী ও সন্তান তাকে ছেড়ে চলে গেছেন। এরপরও নিজের গবেষণা থেকে টিম সরে আসেননি।

শেয়ার করুন: