মালয়েশিয়া

মালয়েশিয়ায় যে ক’টি কারণে বৈধতা পাচ্ছেন না হাজারো প্রবাসী শ্রমিক

মালয়েশিয়ায় যে ক’টি কারণে বৈধতা পাচ্ছে না হাজারো প্রবাসী শ্রমিক! মালয়েশিয়ায় বৈধকরণ প্রক্রিয়ায় সকল কাজ সম্পন্ন করেও ভিসাসহ পাসপোর্ট হাতে পাচ্ছেন না অসংখ্য বাংলাদেশি কর্মী৷ ‘ভিসা কর’ পরিশোধের সময় একবছর পেরিয়ে গেলেও পরবর্তী বছরের কর জমা দিচ্ছেন না নিয়োগকর্তারা৷ এই অবস্থায় তারা কী বৈধ হতে পেরেছে না কী অবৈধই রয়ে গেছেন? এমন প্রশ্ন বহু বাংলাদেশির৷ বেশ কিছু চক্র ও নিয়োগকর্তারা বৈধকরণ প্রক্রিয়াকে এমন ধোঁয়াশা করে রেখেছে যে, এই প্রশ্নের উত্তর পাওয়া রীতিমতোই দুঃসাধ্য৷

মালয়েশিয়ায় কর্মরত অবৈধ বিদেশি কর্মীদের বৈধকরণ প্রকল্পে শেষ সময় পর্যন্ত ৬ লাখ ৩০ হাজার কর্মী নিবন্ধিত হয়েছে বলে জানা গেছে ৷ এই নিবন্ধিত কর্মীদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি তবে ধারণা করা হয় এর সিংহভাগ বাংলাদেশি কর্মী৷ অভিবাসন বিভাগের বরাত দিয়ে আরেকটি তথ্যে বলা হয়, চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মোট ২ লাখ ৩৩ হাজার কর্মীর আবেদনপত্রের প্রক্রিয়া সম্পন্ন এবং বাকিদের আবেদন প্রক্রিয়াধীন ছিলো৷

এ পর্যন্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করে ঠিক কতজন বাংলাদেশি হাতে পাসপোর্ট পেয়েছে এ তথ্য না পাওয়া গেলেও হতাশাগ্রস্থ ও প্রতারণার শিকার কর্মীদের অভিযোগের গল্পই বেশি শোনা যায়৷

শেয়ার করুন: