তাজিন আহমেদের মৃত্যুতে সাবেক স্বামী এজাজ মুন্নার ভূমিকা নিয়ে রহস্য

তাজিন আহমেদের মৃত্যুতে – অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই। মঙ্গলবার (২২ মে) তিনি না ফেরার দেশে চলে যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। জানা গেছে, এদিন বেলা সোয়া তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা গুরুতর বলে শুরুতেই তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। এরপর ইলেকট্রিক শক ও ইসিজি রিপোর্ট দেখার পর বেলা ৪টা ২০ মিনিট নাগাদ কর্তব্যরত চিকিৎসক নূর হোসেন তাজিন আহমেদকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার জানান, এই অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা রওনক হাসান এবং নির্মাতা সকাল আহমেদ।

সকাল আহমেদ আরও জানান, তাজিন আহমেদ সম্ভবত আজ (২২ মে) সকাল ১০টা নাগাদ উত্তরায় নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। মাঝে আরেকটি হাসপাতালে নেওয়া হয় তাকে। শেষে রিজেন্ট হাসপাতালে আনা হয়।

এদিকে তাজিন আহমেদের মারা যাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন অভিনেতা রিয়াজ, রওনক হাসান, নির্মাতা বদরুল আনাম সৌদ, সকাল আহমেদ, অভিনেত্রী জেনীসহ অনেকেই।

অভিনেতা রওনক হাসান জানান, মরদেহ সমাহিত করার বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত পরিবার থেকে নেওয়া হয়নি।

এদিকে, ছোট পর্দার পরিচালক এজাজ মুন্নাকে ভালোবেসে বিয়ে করেন তাজিন আহমেদ। তাদের সংসারও টেকেনি বেশিদিন। এজাজ মুন্না বিরুদ্ধে তাজিন মাদকাসক্তি ও পরনারী আসক্তির অভিযোগ তোলায় তাদের সংসারে ফাটল ধরে। এর পরে তাজিন বিয়ে করেন এক মিউজিশিয়ানকে।

তাজিনের আকস্মিক মৃত্যুতে তার সাবেক স্বামীর কোনো হাত রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। বিষয়টিকে রহস্যজনকও মনে করছেন অনেকে। তার মৃত্যুর বিষয়টিকে খতিয়ে দেখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন করেছেন তাজিনের শুভাকাঙ্খীরা।

শেয়ার করুন: