দোয়া

মানসিক শান্তির জন্য এই দোয়া

দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করতে হয়। কখনো কখনো টাকা পয়সারও আদান প্রদান করে থাকি। অনেক সময় কিছু একটা নিয়ে ভুল বোঝা বুঝির মাধ্যমে প্রিয় মানুষের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পাশাপাশি নিজেও মানসিক ভাবে শান্তিতে বাস করা কঠিন হয়ে যায়। এ প্রসঙ্গে মহানবী সা. ব্যাখ্যা প্রদান করেছেন।

হজরত ইবনে উমর [রা.] বলেন; রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় নিয়মিত এ দোয়াটি পড়তেন। কখনো তা ছাড়তেন না। [আবু দাউদ-৫০৭৬ ইবনে মাজাহ-৩৮৭১]

ফজিলত: হজরত ইবনে উমর [রা.] বলেন; রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় নিয়মিত এ দোয়াটি পড়তেন। কখনো তা ছাড়তেন না। [আবু দাউদ-৫০৭৬ ইবনে মাজাহ-৩৮৭১]

শেয়ার করুন: