মহাগ্রন্থ ‘কাকচরিত্র’ নিয়ে ছেলেখেলা নয়। এর আগে বেশ কয়েকবার এই গ্রন্থ থেকে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস নিয়েছি মানব জীবনে কাকের অপার মহিমার কথা।
এখানে আপনার জন্য রইল কিছু সাবধানবাণী। দিনের কোন সময়ে কাক কীরকম ভাবে ডাকলে জানবেন মহাবিপদ ঘনায়মান, সেটা জেনে রাখুন। ‘কাকচরিত্র’ মহাগ্রন্থে এ বিষয়ে বিশদ তালিকা রয়েছে। সেই অমৃত বচন থেকে কয়েকটি মণিমুক্তো রইল আপনার উপকারার্থে।
১) দিনের দ্বিতীয় দণ্ডে যদি কাক অগ্নিকোণ থেকে ‘অয় অয়’ করে শব্দ করে, তবে জানবেন আপনি শীঘ্রই কোনও শোক পেতে চলেছেন। ২) দিনের চতুর্থ দণ্ডে যদি শুনতে পান, নৈর্ঋত কোণ থেকে কাক ‘মুর মুর’ শব্দে ডাকছে, তবে বুঝতে হবে আপনার বাড়িতে চুরি হতে পারে অথবা আগুন লাগতে পারে।
৩) দিনের সপ্তম দণ্ডে বায়ু কোণে বসে যদি কাক ‘আহে আহে’ শব্দ করে, তাহলে শ্রোতার রোগ অথবা মৃত্যু অনিবার্য। ৪) দিনের চতুর্দশ দণ্ডে যদি নৈর্ঋত কোণ থেকে কাক ‘কা কা’ শব্দ করে, তা হলে শ্রোতা শত্রুর দ্বারা আক্রান্ত হবে।
৫) দিনের চতুর্বিংশতি দণ্ডে কাক যদি ‘ওয়া ওয়া’ করে ডাকতে থাকে, তা হলে দেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা। ৬) দিনের পঞ্চবিংশতি দণ্ডে যদি কাক নৈর্ঋত কোণ থেকে ‘খায়া খায়ে’ শব্দ করে, তা হলে পরিবারে কারোকে সাপে কাটতে পারে। প্রসঙ্গত জানাই, ভারতীয় সময়কল্পে ১ দণ্ড=৪৮ মিনিট।