স্যাটেলাইট

বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট!

গতকালকেই প্রথমবারের মতো স্যাটেলাইট উতক্ষেপন করে বাংলাদেশ। তবে গতকালকের স্যাটেলিয়াত সর্বপ্রথম বাংলাদেশের জন্য হলেও এর আগে আরো একটি স্যাটেলাইট উতক্ষেপন করে বাংলাদেশ। বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের একদল শিক্ষার্থী এ বছরের ৪ জুন তাদের উদ্ভাবিত ন্যানো সাটেলাইট ব্র্যাক অন্বেষা মহাকাশে উৎক্ষেপণ করে। ব্র্যাক অন্বেষা হলো বাংলাদেশের প্রথম ক্ষুদ্রাকৃতির কৃত্রিম উপগ্রহ। মহাকাশ থেকে বাংলাদেশের ভূ-প্রকৃতি, নদ-নদী, সাগর-পাহাড়, গ্রাম-নগর উত্যাদির আলোকচিত্র ধারণ করা যাবে এই ক্ষুদ্র কৃত্রিম উপগ্রহের মাধ্যমে।

ভূ-পৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপরে অবস্থান করে প্রতিদিন ১৬ বার সমস্ত পৃথিবীকে এবং প্রতিদিন ৪ থেকে ৬ বার বাংলাদেশকে প্রদক্ষিণ করে এই স্যাটেলাইট। অন্যদিকে দেশের একমাত্র ও পূর্ণাঙ্গ স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মূলত কমিউনিকেশন স্যাটেলাইট। এর মাধ্যমে টেলিভিশন ও রেডিও সম্প্রচার, ডিটিএইচ সেবা ও টেলিযোগাযোগ সেবা বিস্মৃত করা যাবে।

শেয়ার করুন: