বিজ্ঞাপন

এবার বিজ্ঞাপন দিলেই গুনতে হবে ভ্যাট

ফেসবুক, ইউটিউব ও গুগলে বিজ্ঞাপন দিলে বিজ্ঞাপনদাতার কাছ থেকে ১৫ শতাংশ ভ্যাট কাটার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) কমিশনার মো. মতিউর রহমান সোমবার ৭ মে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন। ফলে চলতি অর্থবছর ২০১৭-১৮ থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিলেই ভ্যাট বসছে।

তিনি বলেন, ‘ফেসবুক, গুগল ও ইউটিউবে দেওয়া বিজ্ঞাপনের অর্থ ব্যাংকের মাধ্যমে লেনদেন হলে তাদেরকে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখার জন্য আমরা চিঠি দিয়েছি। পরে তারা এই অর্থ আমাদের কাছে জমা দেবে। প্রাথমিকভাবে ব্যাংকগুলোই ভ্যাটের টাকা কেটে রাখবে।’ ‘ব্যাংকিং চ্যানেলের বাইরে যেন বিজ্ঞাপনের অর্থ লেনদেন না হয়, সে ব্যপারেও আমরা নজরদারি করব।’

এর আগে, গত ৪ এপ্রিল এনবিআরের সম্মেলন কক্ষে সংবাদপত্রশিল্প মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) নেতাদের নিয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় ফেসবুক, ইউটিউব ও গুগলকে করের আওতায় আনার কথা বলেন এনবিআর চেয়ারম্যান। নোয়াব নেতাদের প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এ ব্যাপারে মত দেন।

পরে অন্য এক প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, যেহেতু ফেসবুক ও ইউটিউবের মতো প্রতিষ্ঠানের অফিস বাংলাদেশে নেই, তাই সরাসরি প্রতিষ্ঠানগুলোর ওপর কর আরোপ করা সম্ভব না হলেও মাধ্যমগুলোতে বিজ্ঞাপনদাতাদের ওপর কর আরোপ করা হবে।

শেয়ার করুন: