এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় বরিশালে প্রধান শিক্ষককে তালাবদ্ধ

এসএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ায় বরিশাল নগরীর জগদ্বীশ স্বারসত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভেতরে রেখে কক্ষ তালাবদ্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা ও অভিভাবকরা।

এই সময় অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়লে কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে ফলাফল দেখতে এসে বেশ কিছু শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এই ঘটনা ঘটে।

এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্য সালমা কবির জানান, বেশ উৎসাহ নিয়ে পরীক্ষার ফলাফল জানতে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও বিদ্যালয় প্রাঙ্গনে আসেন।

বেলা ১টার পরে বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষের পাশে দেয়ালে ফলাফল টানিয়ে দেয়া হলে বেশ কিছু শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। যার মধ্যে অকৃতকার্য ও আশানুরূপ ফলাফলে ব্যর্থ হওয়া শিক্ষার্থীর সংখ্যাই বেশি। ফল বিপর্যয়ে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও ক্ষুব্ধ হন। পরে প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়ে দেয়া হয় এবং তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

তিনি আরো বলেন, পরীক্ষার আগ মুহূর্তে নিয়মিত ক্লাস হয়নি বিদ্যালয়ে। পাশাপাশি প্রধান শিক্ষক কোচিং ক্লাসের নামে ১৫’শ টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করেন। যার বিনিময়ে কলেজ ছাত্রদের দিয়ে শিক্ষার্থীদের কোচিং করিয়েছেন, যারা সৃজনশীলের বিষয়ে কিছুই শিক্ষার্থীদের বোঝাতে পারেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বলেন, ফলাফল খারাপ হওয়ায় শিক্ষার্থীরা ও অভিভাবকরা ক্ষুদ্ধ হয়েছেন। তারা কক্ষে তালা দিলেও তিনি ঘটনার সময় সেখানে ছিলেন না। আর ফলাফল খারাপ হওয়ার বিষয়ে তিনি বলেন, মাত্র ৪ মাসের মত হয়েছে আমি যোগদান করেছি।

যোগদানের পরেই দেখতে পেয়েছি, এবারে তেমন কোনো শিক্ষার্থীই জিপিএ ৫ পাওয়ার যোগ্যতা ছিলো না। সে হিসেব করেই পরীক্ষার্থীদের পড়াশুনায় বাড়তি খেয়াল রাখতে হয়েছে।

তারপরেও যে ফলাফল হয়েছে তা সন্তোষজনক। কোচিং এর বিষয়ে তিনি বলেন, কোচিং করানো হয়েছে এটা ঠিক। তবে তার জন্য ১৫’শ টাকা কোন শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হয়নি। এই প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮৯ জন। পাশ করেছে ১৫২ জন ও ফেল ৩৭ জন।

শেয়ার করুন: