বিল গেটস

যেভাবে জীবনের প্রথম ৫০০ ডলার উপার্জন করেছিলেন বিল গেটস

স্কুল থাকাকালীন গণিত শিক্ষকের ফেব রাইট বিল গেটসকে এমন একটা জিনিসের সাথে পরিচয় করিয়েছিলেন সেই সময় বহু মানুষের কাছে যা অজানা, সেটা হলো কম্পিউটার সায়েন্স। পৃথিবীর যে সকল স্কুলগুলোতে সর্বপ্রথম কম্পিউটার বসানো হয় লেক সাইসগুই ছিল তার মধ্যে একটা।

সেই সময় কম্পিউটারগুলো ছিল সারা ঘর জুরে থাকা বিরাট বিরাট কিছু মেশিন। ৬০ এর দশরে শেষেও শুধু মাত্র গবেষকরাই কম্পিউটার ব্যবহার করতেন পরিসংখ্যান তৈরি করা ও জটিল হিসাব নিকাশ করার কজে। সেই সময়ের কম্পিউটারগুলো মাঝে এখন শুধু মাত্র কি-বোর্ডটাই পরে আছে । বিল গেটস সেই সময় প্রায়ই কম্পিউটার রুমে আসতো।

এই যন্ত্রটা কিভাবে কাজ করে সেটা খুজে বের করাটাই ছিল সেই ছোট্ট বালকের উদ্দেশ্য। বিল গেটসের এই অগ্রগতি তার শিক্ষককে অভিভূত করেছিল। মাত্র ১২ বছর বয়সের বিল গেটস ঈশ্বর হয়ে উঠেছিলেন। তিনি মনে করতেন যে, কম্পিউটার মানুষের জীবনকে বদলে করে দিতে পারে। তিনি বুঝতে পেরেছিলেন যন্ত্র নয় সফটওয়্যার পারে মানুষের জীবনের বিপ্লবী পরিবর্তন ঘটাতে। ১৯৬৮ সালে বিল পরিচিত হন তার দুই ক্লাশ উপরের এক ছাত্রের সাথে এবং অল্প দিনের মধ্যেই তারা বন্ধু হয়ে যান।

জীবনের প্রথম কম্পিউটার প্রোগ্রাম তারা এক সাথে বানিয়েছিলেন। এটা ছিল এমন এক প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে ক্লাশের শিডউল তৈরি করতে পারতো। এই কারণে স্কুলের প্রিন্সিপাল তাদেরকে পরুস্কৃত করলেন। বিল গেটস তার জীবনের প্রথম যে চেকটি পান সেটা ছিল ৫০০ ডলারের একটি চেক এবং কম্পিউটার তৈরি করা যে একটা ভালো ব্যবসা হতে পারে সেই দিনই তিনি তা উপলদ্ধি করতে পেরেছিলেন।

শেয়ার করুন: