চাঁদমালা
চাঁদমালা ফুল

জলজ গাছ লাগানোর কৌশল ও যত্ন

জলজ গাছ লাগানোর জন্য একটু গভীর দেখে চৌবাচ্চা ব্যবহার করতে হবে। এছাড়াও ইচ্ছা করলে হাফ ড্রাম ,বড় সাইজের গামলা বা সিমেন্টের পাত্র ব্যবহার করা যেতে পারে। গাছ সরাসরি বড় টবে লাগাতে পারবেন বা ছোট ছিদ্রবিহীন টবে লাগিয়ে সেটা বড় টবে বসাতে পারবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মাটি তৈরি: টবে ২ ভাগ মাটি ও ১ ভাগ গোবর সার দিতে হবে। সাথে সামান্য জৈব সার দিয়ে কাদা মাটি করে নিবেন। কোন প্রকার রাসায়নিক সার ব্যবহার করা যাবে না তাতে গাছ মারা যেতে পারে। এই মাটিতে গাছ রোপন করে তা বড় চৌবাচ্চাতে বসাবেন। আর একই পদ্ধতিতে মাটি তৈরি করে সরাসরি বড় টবে লাগাতে পারবেন। সেক্ষেত্রে পাত্রের সাইজ বুঝে মাটি এমন ভাবে দিতে হবে যেন গাছের শিকড় মাটির ভিতরে থাকে। চৌবাচ্চাতে পানি ঢালার পরে পানিটা সামান্য ঘোলা হবে। ২৪ ঘন্টা পরেও যদি ঘোলাটে ভাব না কাটে, বুঝতে হবে আপনার মাটি নির্বাচণ সঠিক হয়নি।

যত্ন: চারা লাগানোর ১মাস পর পানি বদল করা ভালো। পানি বদলানোর সময় পাত্রের গায়ে জন্মানো পিচ্ছিল শেওলা ভালো করে পরিষ্কার করে দিবেন।গাছ একবার সেট হয়ে গেলে সপ্তাহ অন্তর পানি বদলে দিবেন। প্রতিদিন অন্তত একবার চাড়ি বা গামলাতে পানি আছে কিনা তা দেখতে হবে। পানি কমে গেলেই আবার পানি দিয়ে ভরে দিবেন। পানিতে মাছ ছেড়ে দিবেন। পাতা মরে পচে গেলে পানি নষ্ট হয়ে তাতে শ্যাওলা জমবে। তাই মরা পাতা জমতে দেওয়া যাবে না।

শেয়ার করুন: