রংপুর

করতোয়া নদীর নীচে পাওয়া যানটি কি একাত্তরের ট্যাংক?

বাংলাদেশ রংপুরের পীরগঞ্জ উপজেলায় করতোয় নদীর নীচে একটি সাঁজোয়া যানের মতো বস্তুর সন্ধান পাওয়া গেছে। শুক্রবার কাঁচদহ ঘাটের কাছে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় যানটির দেখা মেলে। খবর পেয়ে পীরগঞ্জের সহকারী ভূমি কমিশনার নাশিদ কায়সার রিয়াদ, জেলা চেয়ারম্যান এনামুল হাদিত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতায়ুর রহমান, পীরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদসহ স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হন।

উদ্ধার না করা পর্যন্ত এটি ট্যাংক কিনা, তা বলা যাচ্ছে না বলে জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম। তিনি বলেন, যদি এটি ট্যাংক হয়েও থাকে তাহলে সেটা কতোটুকু অক্ষত আছে সে বিষয়ে কোন ধারণা পাওয়া যায়নি। তবে, পীরগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডার আব্দুস সাত্তার এবং এলাকার অন্যান্য প্রবীণদের মতে, এটি ১৯৭১ সালে ভারতীয় মিত্র বাহিনীর ব্যবহৃত ট্যাংক।

শেয়ার করুন: