ঈদের ছুটি

এবার রোজার আগেই ঈদের ছুটি!

চলতি মাসের শেষ আর আগামী মাসের শুরুতে সাত দিনের ছুটি সরকারি অফিসে নিয়ে এসেছে ঈদের আনন্দ। আগামী ‍২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত নয় দিনের মধ্যে সাত দিনই বিভিন্ন উপলক্ষে ‍ছুটি।

সরকারি ছুটির বর্ষপঞ্জী অনুযায়ী, ২৭ ও ২৮ এপ্রিল শুক্র-শনিবারের সপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল রবিবার রয়েছে বুদ্ধ পূর্ণিমার ছুটি। ফলে ঈদের মত টানা তিন দিনের ছুটি মিলে গেছে সরকারি চাকুরেদের।

তিন দিনের এই ছুটির পর ৩০ এপ্রিল অফিস করেই ১ মে মিলবে মে দিবস এবং ২ মে শবে বরাতের ছুটি। তারপর ৩ মে বৃহস্পতিবার আবার অফিস খোলা। ৪ ও ৫ মে শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি কাটাবেন সরকারি কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে পহেলা রমজান হতে পারে ১৭ মে। আর রোজার ঈদে সরকারি ছুটির সম্ভাব্য তারিখ রাখা হয়েছে ১৫ থেকে ১৭ জুন।

শেয়ার করুন: