এক স্কুলশিক্ষিকার একসাথে তিন সন্তানের জন্ম

সাভারে এক স্কুলশিক্ষিকা একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছে। শনিবার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ওই শিক্ষিকা তিনটি সন্তান জন্ম দেয়। এদের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে।

জানা যায়, শারিমন আক্তার শিলা নামের ওই শিক্ষিকা আশুলিয়ার দোসাইদ একে স্কুল এন্ড কলেজে ইংরেজি বিভাগে শিক্ষকতা করেন।

সকালে প্রসাব ব্যথা উঠলে তাকে দ্রুত সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাসিমা বেগম সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি সন্তানের জন্ম দেয়।

একটি নবজাতক সুস্থ থাকলেও দুটি বাচ্চার ওজন কম থাকায় একটু অসুস্থ বলে জানান এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচার্যা ইউনিটের কর্তব্যরত ডাক্তার (এস এস ও) আরিফ। দুটিকে নবজাতককে নিবিড় পরিচার্যা ইউনিটের রাখা হয়েছে। একসাথে তিনটি বাচ্চা জন্ম দেয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন ওই শিক্ষিকার স্বামী মিজানুর রহমান রোস্তম।

শিক্ষিকা আশুলিয়ার দোসাইদ এলাকায় বদরুল এর বাসায় ভাড়া থাকেন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার গাড়াকান্দি গ্রামে।

শেয়ার করুন: