মুক্তিযোদ্ধা

এরা কারা? জানলে অঝোরে কাঁদবেন

এরা কারা – ১৯৭১ সালের গণহত্যা বাংলার ইতিহাসে এক কালো অধ্যায়। পাকিস্তানী সেনাদের হাতে লাখো নিরহ বাঙালি নির্যাতিত হয়েছেন, হয়েছেন বঞ্চনার শিকার। এ কথা আমাদের অজানা নয়, কিন্তু গণহত্যার শিকার হয়ে যারা বেঁচে আছেন, তারা কেমন আছেন? কিভাবে জীবন যাপন করছেন? সে খবর হয়তো আমরা কেউ তেমন একটা রাখি না।

আর তাই ৭১’ আর্কাইভ গবেষণা সেন্টারের প্রতিষ্ঠাতা হাসান মোরশেদ তেমনই তিনজনের পরিচিয় তুলে ধরলেন আমাদের কাছে। তিনি তাদের বর্তমান অবস্থান তুলে ধরে নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘পেরুয়া-শ্যামারচর জেনোসাইডের তিনজন বেঁচে যাওয়া ভিক্টিম।’ মুক্তিযেদ্ধা১১‘গুলীবিদ্ধ হয়েছিলেন ব্রজেন্দ্র দাস, নির্যাতিত হয়েছিলেন তাঁর স্ত্রী প্রমিলা- ছিঁড়ে যাওয়া কান এখনো স্বাক্ষ্য, গুলীবিদ্ধ ব্রজেন্দ্র দাসকে আশ্রয় দেয়ার অপরাধে শহীদ হয়েছিলেন কুলসুম বিবির স্বামী আর কুলসুম বিবিকে তুলে নিয়ে গিয়েছিলো রাজাকারদের ক্যাম্পে।’

‘কুলসুম বিবি মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেয়েছেন। এ বড় আনন্দের সংবাদ। প্রমিলা দাসের ও আবেদন করা আছে। এটা ও হয়ে যাওয়া জরুরী। চরম দরিদ্র এরা। ৪৩ বছর পর ব্রজেন্দ্র দাসের শরীর থেকে রাজাকারদের গুলী অপারেশন করে বের করার ব্যবস্থা করেছিলাম, এককালীন কিছু অর্থ সাহায্য ও- আমরা সবাই মিলে।’ ‘তারপর গত তিনবছর ধরে আমার এক বন্ধু তাদেরকে প্রতি মাসে কিছু আর্থিক সহযোগিতা করছেন- ব্রজেন্দ্র দাসের চিকিৎসা বাবদ। চরম দরিদ্র এই পরিবারটি কিছু সরকারি সহায়তা,স্বীকৃতি পাক।’

শেয়ার করুন: