পাখি

পাখিদের জন্য হোমিও চিকিৎসা

ছোট্ট একটি পাখি। কোন এক উঁচু গাছের মগডালে বসে আছে। সঙ্গিনীকে ডাকতে কেমন সে শিস দেয়। কোথায় তারা বাসা বাঁধবে। কেমন করে বুলেটে ছিন্ন না করে তাকে ধরা যাবে ফাঁদ পেতে।

সেই সব নগ্ন-পদ নেংটি পরা ব্যাধ আর আদিবাসী মানুষই প্রথমে পাখিকে এনে দিয়েছে মানুষের নাগালে। এখন বনের পাখি বনে বসবাস করবে আর পোষা পাখি খাঁচার ভেতর থেকে নাগরিক জীবনে মানুষকে তৃপ্তি দেয়। একাকীত্ব ঘোচায় বা অনেক সময় বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পথ দেখায় বা কখনো যুব সমাজকে মাদকের নেশা থেকে সুপথে আনতে সহায়তা করে।

১৯৪১ সালে পাখির রকমারি তথ্য দিয়ে প্রকাশিত হয়েছিল ভারতের সালিম আলির সচিত্র দ্য বুক অব ইন্ডিয়ান বার্ডস। ওই বইটিই মূলত পাখি দেখবার, নতুন পাখি চিনবার আনন্দকে মধ্যবিত্তের আওতায় এনে দিল। আস্তে আস্তে সাধারণ শিক্ষিত মানুষের মধ্যে বাইনোকুলারে চোখ রেখে পাখি চিনবার মন তৈরি হতে থাকল এশিয়া জুড়ে।

দিন যতই যাচ্ছে পাখির প্রতি মানুষের ভালোবাসার মাত্রা ততই বেড়েছে।মানুষ বুঝতে শিখেছে কোনটা বনের পাখি আর কোনটা খাঁচায় পালন যোগ্য পোষা পাখি।বেড়েছে পাখির প্রতি মানুষের ভালোবাসা। লাখ লাখ টাকা খরচ করে পাখি পোষার শৌখিনতা সে ভালবাসারই উদাহরণ।

কিন্তু ঘরে পোষা এই পাখিই অনেক পরিবারে জায়গা করে নিয়েছে আপনভাবে যেন পরিবারেরই আরেক সদস্য। তার রোগে চিন্তিত হয় পরিবারের সবাই।

বিষয়টি মাথায় রেখেই মির্জা গালিবের নেতৃত্বে রাজধানী ঢাকার কয়েকজন তরুণ এগিয়ে আসে পাখির জন্য বিশেষ চিকিৎসার। সাক্ষাৎকারে সেইমির্জা গালিব জানান তাদের কার্যক্রমের বিস্তারিত কথা-

যেভাবে স্বপ্নের শুরু: ২০০১ সাল থেকে পাখি পালন শুরু করেন মির্জা গালিব নামের ওই তরুণ।বাজ্রিগার দিয়ে পাখি পালন শুরু করেন ঢাকা কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে গ্রাজুয়েশন করা এ মেধাবী তরুণ। তিনি বলেন, ‘কেউ সুষ্ঠু ব্যবস্থাপনায় খাঁচার পাখি পালন শুরুর পর যখন দেখে পাখির ছানা হচ্ছে, তখন মনে অন্যরকম ফিলিংস কাজ করে। আমারও এই ফিলিংস থেকেই শুরু হলো পাখির প্রতি ভালোবাসা। কালারফুল আর বৈচিত্র্যময় পাখিগুলো মানুষকে বিমোহিত করে,পাখির ডাক এই যান্ত্রিক জীবিনে এনে দেয় অন্যরকম এক তৃপ্তি।

ভার্চুয়াল জগতে পদচারণা: বাংলাদেশে ফেসবুক প্রচলন হওয়ার পর বাংলাদেশে পাখি প্রেমিদের নিয়ে কিছু ফেসবুক গ্রুপ ক্রিয়েট হলো। তখন আস্তে আস্তে এর ব্যাপকতা বাড়তে থাকে। দেখা গেল অনেকেই পাখি পালন করেন। তাদের সঙ্গে একটা পরিচয় হওয়া শুরু হয়।এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ৬ এপ্রিল মির্জা গালিব তাদের ফেসবুক গ্রুপ এভিয়ান কমিউনিটি অফ বাংলাদেশে যাত্রা শুরু করে।

পাখিদের জন্য হোমিও চিকিৎসা: গালিব বলেন, আমাদের ফ্যামিলি লাইনে মেডিসিন বিজনেস থাকার কারণে মেডিসিনের প্রতি আগ্রহ ছিল। তখন ট্রিটমেন্টটা কী করা যায় তা নিয়ে ভাবতে থাকি। তখন বাংলাদেশে পাখি ব্যবস্থাপনায় খুব ভালো কিছু ছিল না।

তিনি বলেন, ‘২০১৪ সালে এসে আমি দেখলাম, আমাদের দেশে যে ট্রিটমেন্ট প্রচলিত, সেটি হলো অ্যালিপোথিক ভেটেরিনারি ব্যাবস্থা। তখন দেখলাম অনেক ট্রিটমেন্টেই মেডিকেল ট্রিটমেন্টে ভালো রেসপন্স করছে না। পাখি মারাই যাচ্ছে। কারণ, আমাদের জন্য যেসব ওষুধ পাচ্ছি, সেগুলো পাখির জন্য উপযুক্ত ওষুধ না। বেশিরভাগ পোল্ট্রি ভিত্তিক ওষুধ,এভিয়ান ওষুধ না।এভিয়ান রোগ ও পল্ট্রি রোগ এবং এনাটমি আলাদা হওয়ায় বাংলাদেশের অনেক পোল্ট্রি ড্রাগ পাখির রোগ প্রতিরোধ ও প্রতিকারে অনেক ক্ষেত্রেই কার্যকর ভূমিকা পালন করতে পারে না। তখন চিন্তা করলাম হোমিওপ্যাথিকের কথা। যেহেতু আমার বাবা একজন হোমিওপ্যাথিস্ট। আমার বাবার দাদাও একজন বড় হোমিওপ্যাথিস্ট ছিলেন। যার কারণে আমিও এ পদ্ধতি প্রয়োগের পরিকল্পনা করি যা আগে পাখির রোগ প্রতিরোধ বা প্রতিকারে ব্যাবহৃত হয়নি।এক পর্যায়ে প্রচুর অধ্যয়ন ও পাখির বিভিন্ন রোগে হোমিও ড্রাগ নিয়ে গবেষণার মাধ্যমে সফল হই।

ভেটেরিনারি চিকিৎসায় যেখানে সার্জারির মতো ঝুঁকিপূর্ণ পদ্ধতি অনেক ক্ষেত্রে ব্যবহার করতে হয় সেখানে হোমিও পদ্ধতিতে অনেক পাখির জটিল রোগ যেমন বাজ্রিগার এর ফ্রেঞ্চ মোল্ট,টিউমার সহ পাখির বিভিন্ন ভাইরাল ও ব্যাকটেরিয়াল রোগ সারিয়ে তুলেছেন বলে জানান তিনি।

অনলাইনে চিকিৎসা: এভিয়েরি শিল্পের উন্নয়নে সকল রকম কেজ বার্ড নিয়ে ও দেশের সফল ব্রিডারদের সাহায্য ও দিকনির্দেশনা নিয়ে পাখি প্রেমিকদের পাশে থেকে কাজ করার জন্য একটি গ্রুপও রয়েছে তাদের। গ্রুপের নাম এভিয়ান কমিউনিটি অব বাংলাদেশ (Avian Community Of Bangladesh)।এই গ্রুপ থেকেই দেশের ও দেশের বাইরের অনেকেই এভিয়ান কমিউনিটি থেকে তাদের প্রিয় পাখিদের জন্য বিভিন্ন সেবা নিয়ে উপকৃত হচ্ছেন।

বর্তমানে ওই গ্রুপে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের ৬ সহস্রাধিক প্রকৃত পাখি প্রেমিক রয়েছেন। তারা এভিকালচার শিল্পের উন্নয়নে কাজ করার সাথে সাথে বন্য পাখি ও অতিথি পাখি নিয়ে বিশেষ কাজ করে যাচ্ছেন বলে জানান মির্জা গালিব।

ইতিমধ্যে তারা সমাজকল্যাণমন্ত্রণালয় থেকে ওই ফেসবুক গ্রুপটি রেজিস্ট্রেশনও নিয়েছে। বার্ড ব্রিডাররা দেশের পরিবেশ ও আবহাওয়ায় বিশেষজ্ঞ ব্রিডারদের সহযোগিতায় এবং পরীক্ষিত আধুনিক পদ্ধতি আনুসরণের মাধ্যমে গ্রুপের মেম্বারদের বার্ড ব্রিডিং এ সহায্য করে সফল ও আরো দক্ষ করে গড়ে তোলা ও পাশাপাশি পাখির রোগ প্রতিকার ও প্রতিরোধ এ ভূমিকা রাখতে অনলাইন গ্রুপটি বিশেষ সহায়ক হিসেবে কাজ করছে।

গত ১৬ই মার্চ এভিয়ান কমিউনিটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের এ যাবৎকালের সর্ববৃহৎ শৌখিন পাখি প্রদর্শনী ও বাংলাদেশের প্রথম রেইনবো বাজরিগার প্রতিযোগিতার আয়োজন করে।বাংলাদেশের হাজারো পাখিপ্রেমীদের সমাগমে এটি ছিল একটি সফল আয়োজন।

মির্জা গালিব বলেন, বাংলাদেশের মানুষের পাখির প্রতি ভালোবাসা বৃদ্ধিতে ও বাংলাদেশের এভিয়ান সেক্টরের মানকে বিশ্বমানের করে গড়ে তোলার জন্য আগামীতে এভিয়ান কমিউনিটি উদ্যোক্তা হিসেবে কাজ করতে বদ্ধপরিকর।

শেয়ার করুন: