মালাই চা

চাকরি ছেড়ে যে কারণে চা বিক্রি করছেন ইঞ্জিনিয়ার স্বামী-স্ত্রী

মোটা মাইনের চাকরি ছেড়ে এখন চা বিক্রি করছেন নিতিন ও তাঁর স্ত্রী পুজা৷ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিতিন ও পুজা একসময় পুনের একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন৷ মাস গেলে ১৫ লক্ষ টাকা বেতন পেতেন৷ সেই লোভনীয় চাকরি ছেড়ে নাগপুরে চা বিক্রি করছেন ইঞ্জিনিয়ার স্বামী-স্ত্রী৷

১৫ লক্ষ টাকার চাকরি ছেড়ে যে কারণে চা বিক্রি করছেন ইঞ্জিনিয়ার স্বামী-স্ত্রী:- চা’য়ের প্রতি ভালোবাসা থেকে এই সিদ্ধান্ত স্বামী-স্ত্রীর৷ চা’য়ের স্টল খোলার সিদ্ধান্ত প্রথম নেন স্ত্রী পুজা৷ তাতে মত দেন নিতিনও৷ ব্যস এরপর পছন্দমতো জায়গা খুঁজে খুলে ফেলেন ‘চা-য়ে ভিলা’৷ নাগপুর সিএ রোডের কাছে এই ‘চা-য়ে ভিলা’য় ভিড় জমাচ্ছেন কমবয়সী থেকে মাঝবয়সীরাও৷ নিতিন জানিয়েছেন, তিনি দশ বছর আইবিএম, কগনিজেন্ট মতো নামী সংস্থায় প্রায় দশ বছর চাকরি করেছেন৷ বিয়েও করেছেন একজন ইঞ্জিনিয়ারকে৷ কিন্তু স্ত্রী পুজা চাইতেন জীবনে অন্যরকম কিছু করার৷ সেই তাগিদ থেকে চা’য়ের স্টল খোলার সিদ্ধান্ত নেন দু’জনে৷

টি স্টলের বয়স মাত্র পাঁচ মাস৷ কিন্তু ইতিমধ্যে টি স্টলটি নাগপুরের অন্যতম পপুলার ডেস্টিনেশন হয়ে উঠেছে৷ এক সংবাদসংস্থাকে নিতিন জানিয়েছেন, ‘চা-য়ে ভিলাতে ১৫ রকমের চা ও কফি পাওয়া যায়৷ এমনকি চা বিভিন্ন অফিস, ব্যাংক ও আশেপাশের হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও আছে৷ কেউ চাইলে জোমাটো থেকেও চা’য়ের অর্ডার দিতে পারেন৷ চা’য়ের সঙ্গে বিভিন্ন রকমের টা’য়ের ব্যবস্থাও আছে৷ চা দিয়ে খাবার মতো নানান রকমের স্ন্যাক্সও পাওয়া যায় এখানে৷ চা বিক্রি করে মাসে ৫ লক্ষ টাকা রোজগার করছেন নিতিন ও পুজা৷ তাদের ইচ্ছে অন্যান্য জায়গায় চা’য়ে ভিলার স্টল খোলার৷

শেয়ার করুন: