এশা

রগ কাটার কাহিনী নিয়ে যা বললেন ঢাবি উপচার্য

ঘটনাতির সৃষ্টি ঘটে কোটা আন্দোলন নিয়ে। কোটা সংস্কারেরর আন্দোলনে ছাত্রলীগ নেত্রী মুর্শিদা যাওয়াতে তার পায়ের রগ কেটে দিয়েছেন আরেক নেত্রী এশা। আর এরপরেই উত্তাল হুয়ে উঠে সুফিয়া কামাল হল। হলের ছাত্রীরা জড়ো হয়ে জুতার মালা পরিয়ে দেন অভইযুক্ত এশাকে।

এরপরেই ছাত্রলীগ এবং ঢাবি থেকে প্রত্যাহার করা হয় এশাকে। এই ব্যাপারে এতোদিন চুপ থাকলেও আজ মুখ খুলেছেন ঢাবি উপচার্য। বুধবার (১৮ এপ্রিল) দুপুরে ঢাবি উপাচার্য বলেছেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী কবি সুফিয়া কামাল হলে রগ কাটার কোনও ঘটনা ঘটেনি। যেহেতু রগ কাটার কোনও ঘটনা ঘটেনি, তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে।’

রগ কাটার ঘটনা না হয়ে থাকলে মোর্শেদা খানম কীভাবে আহত হয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে ঢাবি উপাচার্যের ভাষ্য, ‘মোর্শেদা নিজেই বলেছে যে, সে নিজেই আঘাত পেয়ে পা কেটেছে। আর সে কীভাবে আহত হয়েছে তা আমার চেয়ে সে-ই ভালো বলতে পারবে। তাকে জিজ্ঞাসা করলেই যথাযথ উত্তর পাওয়া যাবে।’

শেয়ার করুন: