ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর উদ্বোধনী ম্যাচে মাঠে নামে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৪ উইকেটে হারিয়ে ১৬৫ রান করে মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হলেও দ্রুতই উইকেট পতন শুরু হয়। শেষ পর্যন্ত ব্রাভোর টর্নেডো ইনিংসের ওপর ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই। মুম্বাই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে ঝড়ো ইনিংস খেলে নজর কেড়েছিলেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। এবার মিস ইন্ডিয়া ও সুপারমডেল নাতাশা সুরির সঙ্গে নাম জড়িয়ে শিরোনামে এলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ব্র্যাভো ও নাতাশা সুরির ছবি দেখা গেছে। ১০ বছর আগে মুম্বাইয়ে দেখা হয়েছিল দু’ জনের। সেখান থেকেই বন্ধুত্ব। সম্প্রতি নাতাশা ও চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার ব্রাভোকে মুম্বাইয়ের একটি হোটেলেও দেখা গেছে। ব্র্যাভোর সঙ্গে কফি খেয়েছেন নাতাশা। কয়েকদিন আগেই নাতাশা অসুস্থ হয়েছিলেন। তারপরও মাঠের ক্যারিবিয়ান অলরাউন্ডার ব্রাভোর খেলা দেখতে ছুটে গেছেন। সেই ছবিও পোস্ট করেছেন নাতাশা।